|| সারাবেলা প্রতিনিধি, শেরপুর ||
ব্যক্তিগত গাড়ীর চাকায় প্রাণ গেল দুই বছরের এক শিশুর। ওর নাম মোয়াজ। বাবার নাম মিজানুর রহমান ওরফে মিসকিন। বাড়ি শেরপুর জেলার শ্রীবরদী পৌর এলাকায়। রোববার ১৯শে জুলাই সকালে পৌরসভার পোড়াগড় মহল্লায় গাড়ীর নিচে চাপা পড়ে সে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, রাস্তাসংলগ্ন বাড়ি থেকে রাস্তা পার হচ্ছিল মোয়াজ। এসময় ভায়াডাঙ্গা থেকে শ্রীবরদীর দিকে আসা একটি ব্যক্তিগত গাড়ী তাকে চাপা দেয়। এতে সে গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাকে শ্রীবরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মোয়াজকে মৃত ঘোষণা করেন।
শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রহুল আমিন তালকুদার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।