|| সারাবেলা প্রতিনিধি ,জামালপুর ||
আবারো যমুনার পানি বাড়তে শুরু করায় জামালপুরে ফের বন্যা পরিস্থিতি অবনতি হবে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। যমুনার পানি বৃদ্ধি অব্যহাত থাকায় দ্বিতীয় দফা বন্যায় ফসলের ক্ষতিসহ দূর্ভোগের আশঙ্কায় চিন্তিত যমুনা ও ব্রহ্মপুত্রের বন্যা কবলিত এলাকার মানুষরা। তবে বন্যা পরিস্থিতি মোকাবিলায় সব ধরনের প্রস্তুতি নেয়া হয়েছে বলে জানিয়েছেন জামালপুরের জেলা প্রশাসক মো: এনামুল হক।
বন্যার পানি কমতে থাকলেও হঠাৎ করে গত ২৪ ঘন্টায় যমুনার পানি ১২ সেন্টিমিটার বেড়ে বাহাদুরাবাদঘাট পয়েন্টে বিপদসীমার ১৫ সেন্টিমিটার নীচ দিয়ে প্রবাহিত হচ্ছে। পানি বৃদ্ধি পাওয়ায় বন্যা কবলিত এলাকায় ফের বন্যা দেখা দেয়ায় চিন্তিত হয়ে পড়ছেন যমুনা ও ব্রহ্মপুত্র অববাহিকার মানুষরা। ফের বন্যার পানি বৃদ্ধি পেলে বিভিন্ন ফসলের ক্ষতি হওয়ার পাশাপাশি, রোগ বালাই বৃদ্ধি পাওয়া, বিশুদ্ধ খাবার পানির সংকট ও কর্মহীন হয়ে পড়ার আশঙ্কায় দিন কাটাচ্ছে নদী পাড়ের বাসিন্দারা।
জামালপুর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ আবু সাঈদ জানান, যমুনার ও ব্রহ্মপুত্রের পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। আগামী ২-১ দিনের মধ্যে যমুনার পানি বিপদসীমা অতিক্রম করতে পারে। । এতে দ্বিতীয় দফা বন্যা পরিস্থিতির অবনতি হবে। তিনি আরও জানান , বন্যা কবলিত এলাকায় ক্ষতিগ্রস্থদের জন্য প্রয়োজনীয় ঔষুধ, খাদ্য সরবরাহ সহ নিরাপদ আশ্রয়কেন্দ্র নিশ্চিত করা হবে।