
কুড়িগ্রামে লকডাউনে বিয়ের অনুষ্ঠান করায় জরিমানা গুণলেন কনের বাবা
কাশিপুর ইউনিয়নের ধর্মপুর গ্রামে কঠোর বিধিনিষেধ উপেক্ষা করে মেয়ের বিয়ের অনুষ্ঠান করছেন এক অভিভাবক। বিয়ে অনুষ্ঠান শেষ হলেও ওই বাড়ীত আত্মীয়-অতিথিদের আপ্যায়ণ চলে দিনভর। খবর পেয়ে বৃহস্প্রতিবার ভ্রাম্যমান আদালত পরিচালনাকারী নির্বাহী ম্যাজিস্ট্রেট (ইউএনও ) সুমন দাস গিয়ে কনের বাবা আব্দুর রশিদের ৫ হাজার টাকা জরিমানা করেন।