![](https://i0.wp.com/sangbadsaradin.net/wp-content/uploads/2021/07/fakir-alamgir-170821-01.jpg?fit=300%2C188&ssl=1)
কোভিড কেড়ে নিলো ফকির আলমগীরকেও
গত চার দিন ধরে লাইফ সাপোর্টে ছিলেন তিনি। তার ডান ফুসফুসের ক্রমশ উন্নতি হলেও বাঁ ফুসফুসে সংক্রমণ ধরা পড়ে শুক্রবার। পাশাপাশি রক্তে সংক্রমণ ছড়িয়ে পড়ায় শঙ্কিত ছিলেন চিকিৎসকরা। তার মধ্যেই রাত সাড়ে ৯টার দিকে হার্ট অ্যাটাক হলে সব আশা শেষ হয়ে যায়।