করোনা রোগী বাড়তে থাকায় কুমিল্লায় অক্সিজেন-আইসিইউ সংকট চরমে
শনিবার সকালেও হাসপাতালের করোনা ইউনিটে ১৩৬টি বেডের বিপরীতে ১৪১ জন রোগী ভর্তি ছিল। আইসিইউর ২০টি ও এইচডিইউর ১০টি বেডেও রোগী রয়েছে। সাধারণ বেডের জন্য রোগীরা আসলে আমরা ভর্তি রাখছি। অক্সিজেনের চাহিদা বাড়ায় নতুন একটি প্ল্যান্ট চালু করার প্রস্তুতি চলছে।