
পরিত্যক্ত লোহার টুকরো দিয়ে তৈরি হচ্ছে দৃষ্টিনন্দন গিটার
কুমিল্লার ছেলে জুনায়িদ মোস্তফা। অনেকটা তার হাতের ছোঁয়ায় যেন প্রাণ পায় লোহা বা স্টিলের ভাস্কর্য গুলো। এছাড়া তৈরি করা হয়েছে ধর্মীয় বিষয় মনুমেন্ট। এগুলো শোভা পাচ্ছে নগরীর নানুয়ার দিঘির পাড়, বেপারী পুকুর পাড় ও ধর্মসাগর পাড়ে।