জীবিকার একমাত্র উপায় অটো চুরিতে দিশেহারা গাংনীর যুবক রনি
আমার মা মারা গেছে প্রায় দুই বছরে হলো। মা মারা যাওয়ার পর থেকে বাবা আর খোঁজ রাখেন না। আমার ছোট ভাই কলেজে পড়ে। অটোর বাকি পরিশোধের জন্য ৩০ হাজার টাকার ঋণ করেছি। অটো চালিয়ে ছোট ভায়ের লেখাপড়ার খরচ দিয়ে, ঋণের কিস্তি পরিশোধ করে কোন রকমে সংসারটা চালিয়ে আসছিলাম। এটাই আমার পরিবারের একমাত্র সম্বল।