
বেনাপোলে গভীর রাতে ব্যবসায়ীকে তুলে নিয়ে গেছে সাদাপোশাকের মানুষ!
‘পুলিশ পরিচয় দেওয়াতে আমরা দরজাটা খুলে দেই। তারা ঘরের ভিতর ঢুকেই আমার স্বামী ইসমাইল সর্দারকে লুঙ্গি পরা অবস্থায় মারধর করতে করতে বাড়ীর বাইরে নিয়ে যায়। এসময়ে এমন আচেরণের কারণ কারণ জানতে চাইলে তারা কোন উত্তর না দিয়ে আমার কাছে থাকা মোবাইল ফোনটিসহ আমার স্বামীকে বেনাপোল বলফিল্ডের দিকে ধরে নিয়ে সেখানে আগে থেকে রাখা একটি মাইক্রোবাসে তুলে নিয়ে যায়।