![](https://i0.wp.com/sangbadsaradin.net/wp-content/uploads/2021/05/Capture-3.png?fit=300%2C178&ssl=1)
প্রেস ইউনিটি ময়মনসিংহ শাখার সমন্বয়ক হলেন মিন্টু
আগ্রহী সংবাদযোদ্ধা বায়ান্নকে প্রেরণা, একাত্তরকে চেতনা এবং সকল জাতীয় বীরের প্রতি যথাযথ সম্মান প্রদর্শনের মধ্য দিয়ে অবাধ ও সুষ্ঠু সংবাদপ্রবাহ নির্মাণের পাশাপাশি সাংবাদিক ও সংবাদপত্রের অধিকার আদায়ের লক্ষ্যে অনলাইন প্রেস ইউনিটির গর্বিত সদস্য হতে ০১৭১১-১৬১৫৬৭ নম্বরে যোগাযোগের আহবান জানানো হয়েছে।