![](https://i0.wp.com/sangbadsaradin.net/wp-content/uploads/2021/05/download-1-1.jpg?fit=282%2C179&ssl=1)
‘কঠোর লকডাউন’ বাড়লো আরও সাতদিন
বড় শহরগুলোতে কাজ করতে আসা কোটি মানুষ লকডাউনের বিধিনিষেধ মানতে পারেনি। মরিয়া হয়ে শত ভোগান্তি মেনেই গেছেন স্বজনদের সঙ্গে ঈদের আনন্দ ভাগ করে নিতে। মহামারীর বিস্তার ঠেকাতে লকডাউনে দূরপাল্লার পরিবহন বন্ধ থাকায় তাদেরকে পড়তে হয়েছে বিস্তর দুর্ভোগে।