
বদরুদ্দীন উমর ও স্ত্রী সুরাইয়া হানম করোনাসংক্রমিত
বদরুদ্দীন উমরের বয়স ৮৯ বছর এবং তার স্ত্রী সুরাইয়া হানমের বয়স ৮৪ বছর। বয়স বিবেচনায় দু’জনকে হাসপাতালে ভর্তি করে চিকিৎসা করা প্রয়োজন। তবে এজন্য দিনভর চেষ্টা করা হলেও বৃহস্পতিবার কোনো হাসপাতালেই বেড খালি পাওয়া যায়নি।