রায়পুরে সড়ক সংস্কারের অনিয়মে ঠিকাদার বললেন গ্রামবাসী কী বুঝে?
সহ-ঠিকাদার (সাব-কন্ট্রাক্টর) শফিক খান মুঠোফোনে ফোনে বলেন, গত বছর (২০২০ সাল) রাস্তাটি পৌরসভার সাবেক দুই কাউন্সিলরের কাছ থেকে কিনে নিয়েছি। রাস্তা উল্টিয়ে আরসিসি কার্পেটিং করা হবে। কোন নিম্নমানের কংকর দেয়া হয় না। উল্টো তিনি প্রশ্ন রেখে বলেন, গ্রামবাসী কি বুঝে ?