![](https://i0.wp.com/sangbadsaradin.net/wp-content/uploads/2021/04/Chapainawabganj-Jongi-Family-House-Local-Problem-Photo-03_01.04.21.jpg?fit=300%2C169&ssl=1)
প্রধানমন্ত্রীর আশ্রয়ন প্রকল্পের বাড়ি বরাদ্দে নয়ছয়ে বিক্ষুব্ধ ভোলাহাটের মানুষ
জঙ্গী সারোওয়ারের পরিবারকে প্রধানমন্ত্রীর আশ্রয়ন প্রকল্পের বাড়ি দেয়ার ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন ভোলাহাট উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুল গাফ্ফার মুকুল ও উপজেলা সাধারণ সম্পাদক ইয়াসিন শাহ্। তারা বলছেন, উপজেলা নির্বাহী অফিসারসহ ও প্রশাসনকে জানানোর পরও এ ধরনের কার্যক্রম গ্রহণ করার মধ্য দিয়ে প্রকারান্তরে জঙ্গিবাদকেই উৎসাহিত করা হচ্ছে।