
নিষিদ্ধ পলিথিন বহনে আটক তিন
জেলার কুলাউড়ায় নিষিদ্ধ পলিথিন বহন করায় তিন জনকে আটক করেছে পুলিশ। এ ঘটনায় বহনের বাহন একটি বাসও জব্দ করা হয়েছে। আটকরা হলেন বাসচালক আবু জাহের মিয়া, হেলপার হেদায়েত শেখ ও সুপার ভাইজার মো. ইব্রাহিম। বাসটি ঢাকা থেকে বিয়ানীবাজার যাচ্ছিল।