গতি নেই এবি ব্যাংকের ১০ মিলিয়ন ডলার ঋণ মামলার
এই ধরণের রাষ্ট্র ও জনবিরুদ্ধ অবৈধ কাজে আরো অনেকের সংশ্লিষ্টতা মিলতে পারে বলেও দুদকের প্রতিবেদনে উল্লেখ করা হয়। এই প্রতিবেদনটি দাখিলের মাত্র কয়েকদিনের মাথায় পাল্টে যায় তদন্ত কর্মকর্তা। সহকারী পরিচালক জেসমিন আক্তারের জায়গায় দায়িত্বে আসেন সংস্থাটির আরেক সহকারী পরিচালক মো নজরুল। একই সাথে অর্থপাচারের বিষয়ে আইনী ব্যবস্থা নিতে উক্ত প্রতিবেদনটি মহানগর সিনিয়র স্পেশাল জজের কাছে দেয়া হলেও কোন এক অদৃশ্য ক্ষমতাবলে থমকে গেছে সেই বিচারিক কার্যক্রমও।