রাণীশংকৈলের আশ্রয়ণ প্রকল্পে যত অনিয়ম
ঘনশ্যামপুর পুকুর পাড় আদিবাসী পাড়ায় গিয়ে দেখা যায়, সেখানে আশ্রয়ণ প্রকল্পের অর্থায়নে বরাদ্দ ৩০টি ঘরের কাজ চলছে। ইট গাঁথুনির সময় বিল্ডিং নির্মাণ বিধি মানা হচ্ছে না। ঘরের মুল ভিত্তিতে অধিকতর মোটা মসলা দিয়ে ইট গাঁথা হয়েছে।