
আলুতে দিশা পাচ্ছেন না উল্লাপাড়ার চাষী
সিরাজগঞ্জ উল্লাপাড়া উপজেলার ভাটবেড়া, চর ভাটবেড়া আলুর গাছে ব্যাকটেরিয়ার রোগে উজার হয়ে যাচ্ছে বিঘার পর বিঘা আলুর ক্ষেত। গাছ শুকিয়ে যাচ্ছে। ফলন নেই, ওষুধ পাল্টেও লাভ হচ্ছে না। আলুর বাম্পার ফলনের আশা করে অনেক কৃষক আলু চাষে ঝুঁকেছিলেন। কিন্তু এখন ভুগছেন হতাশায়।