
সহিংস আমেরিকা পুঁজিবাদ ও সাম্রাজ্যবাদের ভেতরগত সংকট
রিপাবলিকান ও ডেমোক্রেটিক পার্টির মধ্যে মূলগত পার্থক্য খুব সামান্য। শাসক-শোষকদেরই দুই দল। লক্ষ্যে ভিন্নতা নাই, কৌশলগত দৃষ্টিভঙ্গীতে পার্থক্য। শোষণের ধারাবাহিকতায়, আমেরিকানরাই বলে যে, সম্পদের ভাগাভাগি হয়েছে ১% ও ৯৯%। এক শতাংশ মানুষের হাতে ৯৯% সম্পদ। আর নিরানব্বই ভাগ মানুষের ভাগ্যে ১% সম্পদ।