অসত্য-উষ্কানিমূলক বক্তব্য প্রচার করলে ব্যবস্থা

সামাজিক যোগাযোগমাধ্যমে সরকার, জনপ্রতিনিধি, সেনা কর্মকর্তা, পুলিশ কর্মকর্তা ও আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যদের বিষয়ে অসত্য, বানোয়াট, বিভ্রান্তিকর ও উসকানিমূলক বক্তব্য প্রচার করলে প্রচারকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

ব্যারিস্টার ইমতিয়াজের খুনিদের শাস্তি চান সুপ্রিম কোর্ট আইনজীবীরা

ছেলের হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেফতার ও বিচার দাবি করে সাবেক এই এমপি বলেন, আইনশৃংখলাবাহিনী পারেনা এমন কোনো কাজ নেই। ঘটনার অনেক দিন পার হয়ে গেল অথচ কাউকে গ্রেফতার করতে পারেনি। আমি এ হত্যাকাণ্ডের মামলায় আসামীদের দ্রুত গ্রেফতারের দাবী জানাচ্ছি। এরপর তিনি কান্নায় ভেঙ্গে পড়েন।

নতুন করছাড়াই ৭৫৫ কোটি টাকার বাজেট পেলো নারায়ণগঞ্জ সিটি

অবকাঠামোগত উন্নয়নে রাস্তা, ড্রেন, ব্রিজ, কালভার্ট নির্মাণ ও পুনঃ নির্মাণ, বৃক্ষরোপন, দারিদ্র্য বিমোচন, দূর্যোগ ব্যবস্থাপনা ও জরুরী ত্রান, তথ্য প্রযুক্তি, শিক্ষা, স্বাস্থ্য, যানজট নিরসন, জলাবদ্ধতা দূরীকরণ, বর্জ্য ব্যবস্থাপনা আধুনিকায়ণ, খেলাধূলার মানোন্নয়ন, স্ট্রিট লাইট স্থাপনসহ পানি সরবরাহ খাতে বরাদ্দ রাখা হয়েছে ।

নৌযান শ্রমিকদের দাবি আদায়ের সমাবেশ বাঘাবাড়িতে

জেলার শাহজাদপুর উপজেলার বাঘাবাড়ি নৌবন্দরে দাবি আদায়ের সমাবেশ করেছে নৌযান শ্রমকিরা। মঙ্গলবার দুপুরে স্থানীয় নৌযান শ্রমিক ফেডারেশন কার্যালয়ে অনুষ্ঠিত সমাবেশ থেকে খাদ্যভাতা প্রদান ও মেরিন শিপিং ডিজির নানা হয়রানি বন্ধসহ ১১ দফা বাস্তবায়নের দাবী জানানো হয়।

সংবাদ সারাদিন