
জীবন টানতে মানুষের কাঁধে ঘানির জোয়াল
পরিবারের-সংসারের ঘানি টানার দায়িত্বটি কারো কারো ললাটে ভীষণভাবে লেপ্টে যায়। তাদের ক্ষেত্রেও অনেকে কলুর বলদ শব্দের প্রয়োগ ঘটান। নীলফামারীর ডিমলা ও সিরাজগঞ্জ সদর উপজেলার এমনি দুই কলু দম্পতির খবর পাঠিয়েছেন আমাদের প্রতিনিধিরা, যারা বলদ কেনার সামর্থ্য না থাকায় তিন দশকের বেশি সময় ধরে জীবনের জোয়াল টানছেন নিজেরাই।