ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডে যানজটে অসুস্থ হচ্ছে মানুষ

ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের জালকুড়ি স্ট্যান্ড দিয়ে ডানে পাগলা এবং বামে সিদ্ধিরগঞ্জ যাতায়াতের সংযোগ সড়ক হওয়ায় দুদিক থেকেই মানুষ আসাযাওয়া করে। অন্যদিকে শিবু মার্কেটের ডানে পাগলা-পঞ্চবটি ও ডানে সিদ্ধিরগঞ্জ সংযোগ সড়ক রয়েছে। এর ফলে দ্রুত যাতায়াতের জন্য সংযোগ সড়কগুলোই বেশী ব্যবহার করে যাত্রীসাধারণ।

প্রসূতি মৃত্যুর দাবি দুই লাখ টাকার সমঝোতায় জড়িত অভিযোগে এসআই ক্লোজড

স্বিষয়টি নিশ্চিত করে মাদারীপুর সদর সার্কেল সহকারী পুলিশ সুপার আবির হোসেন জানান, ‘মীমাংসার বিষয়টি আমি শুনেছি। তবে স্পষ্টভাবে জানি না। এই মীমাংসার সময় পুলিশের এসআই জহুরুল ইসলাম উপস্থিত থাকার বিষয়টিও জেনেছি। পরে পুলিশ সুপার তাকে ক্লোজড করে পুলিশ লাইন্সে সংযুক্ত করেছেন।

উত্তরবঙ্গের দ্বিতীয় রেশম কারখানা বন্ধ ১৯ বছর ধরে

‘কারখানা বন্ধ হওয়ায় আমাদের জীবনটা থমকে গেছে। জানি না কবে আবারো আগের মতো একটু শান্তিতে জীবনযাপন করতে পারব। এটি চালু হলে আমাদের মতো অনেকেরই এখানে কাজের ব্যবস্থা হবে। তাই অবিলম্বে এটি চালুর দাবি জানাচ্ছি।’

ধর্ষক দূর্নীতিবাজ-লুটেরাদের বিরুদ্ধে জাসদের মানববন্ধন ভেড়ামারায়

ধর্ষণ, নারী ও শিশু নির্যাতন এবং স্বাস্থ্যখাতসহ রাষ্ট্রের সকল ক্ষেত্রে দূর্নীতিবাজ রাষ্ট্রীয় লুটপাট সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। এই সামাজিক অপরাধ থেকে দেশ ও জাতিকে বাঁচাতে এখনই পদক্ষেপ নিতে হবে। মানববন্ধনে ধর্ষক ও নির্যাতনকারীদের ধিক্কার জানানো হয় এবং ধর্ষকদের সর্বোচ্চ সাজার দাবি কার্যকরের দাবি জানানো হয় ।

বান্দরবানে পল্লী চিকিৎসককে গুলি করে হত্যা

নিহতের স্ত্রী এ ওয়ানপ্রু জানান, অস্ত্র হাতে দু’জন ব্যক্তি দোকানে ঢুকে তার স্বামীকে গুলি করে হত্যা করে চলে যায় । বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম জানান, পাহাড়ের একদল দূর্বৃত্তকারী তাকে গুলি করে হত্যা করেছে। কি কারণে কে বা কারা তাকে হত্যা করেছে সে বিষয়টি আমরা তদন্ত করে দেখছি।

সংবাদ সারাদিন