কলেজ শিক্ষার্থিকে খুঁটিতে বেঁধে রাখায় বিকাশ এজেন্ট গ্রেফতার

‘গত মঙ্গলবার সকাল সাড়ে ১১টার দিকে জেলার নাচোল উপজেলার মল্লিকপুর বাজারে বিকাশের টাকা তোলা নিয়ে বিকাশ এজেন্টের মালিক সোহানের সাথে ওই কলেজ শিক্ষার্থীর ঝামেলা হয়। এক পর্যায়ে ওই শিক্ষার্থী বিকাশের দোকান থেকে চলেও যান। পরে সোহান ওই শিক্ষার্থীকে রাস্তা থেকে ধরে নিয়ে এসে দোকানের খুটির সাথে বেঁধে রাখে এবং অকথ্য ভাষায় গালিগালাজ করে।

চাষাঢ়া টু সাইনবোর্ড ২০ টাকার ভাড়া ৩০ টাকা !

করোনার জন্য ভাড়া ১০ টাকা বাড়িয়ে ৩০ টাকা করে ৩জন যাত্রী নিয়ে গন্তব্যে পৌঁছতো সিএনজিগুলো। তবে সরকার ১লা সেপ্টেম্বর থেকে আগের ভাড়ায় গণপরিবহন চলাচলের নির্দেশ দিলেও তা মানছে না চাষাঢ়া টু সাইনবোর্ড রুটে চলাচলকারী সিএনজি অটোরিকশা চালকরা।

সাদুল্লাপুরে ডিজিটাল প্রেমে এক মাসে ঘর ছেড়েছে ২৩ জন

সাদুল্লাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাসুদ রানা বলেন, মোবাইলে প্রেম এই মুহূর্তে বড় আতঙ্কের বিষয় হয়ে দাঁড়িয়েছে। অবুঝ শিশুরা কিছু বুঝে উঠার আগেই ফেসবুকে অথবা মোবাইলে প্রেমে জড়িয়ে অজানার উদ্দেশ্যে পাড়ি জমাচ্ছে। প্রেমের ফাঁদে পড়া মেয়েদের অনেক পরিবার লোকলজ্জার ভয়ে আইন-শৃঙ্খলাবাহিনীকে পর্যন্ত জানাতে চান না। আবার কোনো অভিভাবক থানায় এলেও সাধারণ ডায়েরি করেই চুপ থাকতে চান।

জয়পুরহাটে টাকা চুরি আর দম্পতি খুনের মামলার সমাধান নেই তিন বছরেও

এই দুটো ঘটনাতেই মামলাও হয়। এখনো পর্যন্ত অভিযুক্ত কাউকেই ধরাতো দূরের কথা শনাক্ত পর্যন্ত করতে পারেনি পুলিশ। উদ্ধারও হয়নি ব্যাংকের চুরি যাওয়া টাকা এবং নিহত দম্পতির টাকা ও স্বর্ণালংকার। গেল তিন বছরে মামলার কোন অগ্রগতি না হওয়ায় একইসঙ্গে ক্ষুব্ধ ও হতাশ মামলার বাদী ও সংশ্লিষ্টরা।

সংবাদ সারাদিন