চাঁপাইনবাবগঞ্জে ৫৫ কেজি গাঁজা গাছসহ গ্রেফতার ১
র্যাব-০৫ এর অধিনায়ক সিনিয়র সহকারী পুলিশ সুপার বিষয়টি নিশ্চিত করে জানান, শিবগঞ্জের খাসপাড়া হতে মর্জিপুরগামী পাকা রাস্তার পশ্চিমে ৩নং দাইপুকুরিয়া ইউনিয়নের কর্নখালী গ্রামে দীর্ঘদিন ধরে গাঁজা চাষ হচ্ছে এ মর্মে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় র্যাবের স্পেশাল টিম। তখন সেখান থেকে ৫৫ কেজি ওজনের ২০টি গাঁজার গাছ উদ্ধার এবং ঘটনাস্থল থেকে গাঁজা চাষী মিজানুরকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে মিজানুর দীর্ঘদিন ধরে গাঁজা চাষের কথা স্বীকার করেছে।