বন্ধ পাটকল চালু ও পাওনা চেয়ে প্রধানমন্ত্রীকে স্মারকলিপি দিলেন সিরাজগঞ্জের শ্রমিকরা
সিরাজগঞ্জের জাতীয় জুটমিলসহ বন্ধ সকল পাটকল চালু ও মুজুরী কমিশনঘোষিত বকেয়াসহ সকল পাওনা পরিশোধ দাবীতে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দিয়েছেন সিরাজগঞ্জেরে পাটকল শ্রমিক-কর্মচারিরা। একইসঙ্গে তারা পাটকলগুলো রাষ্ট্রীয় মালিকানায় চালু রেখে কতিথ লোকশানের জন্য দায়ীদের চিহ্নিত করে শাস্তির আওয়তা আনার দাবিও জানিয়েছেন।