আল-নূর স্পেশালাইজড হসপিটাল এন্ড ডায়াগনস্টিক্সের যাত্রাশুরু কসবায়
সুস্থতার পথে আলোর দিশারী স্লোগান ধারণ করে বুধবার ১৬ই সেপ্টেম্বর থেকে কসবায় স্বাস্থ্যসেবা দিতে শুরু করেছে আল-নূর স্পেশালাইজড হসপিটাল এন্ড ডায়াগনস্টিক্স। উপজেলার কদমতলী ইদ্রিস টাওয়ারে এই হাসপাতালের উদ্বোধন করা হয়।