রাস্তায় নির্মাণসামগ্রী রাখা ও ক্ষতিকর ধোঁয়া নির্গমণকারী গাড়িমালিককে জরিমানা

ভ্রাম্যমান আদালত রাস্তা ও ফুটপাতে নির্মাণসামগ্রি খোলা অবস্থায় রেখে পরিবেশদূষণের দায়ে রানার প্রোপার্টিজের ম্যানেজার কিরন পাঠান, উত্তর পীরের বাগের মো. মিজানুর রহমান, পশ্চিম মনিপুর মিরপুরের মো. মতিউর রহমান, পশ্চিম আগারগাঁওয়ের মো. শাকিলেকে মোট ৪৫ হাজার টাকা জরিমানা করেন।

মসজিদ বিস্ফোরণে তিতাসের ৮ কর্মকর্তা-কর্মচারীকে বরখাস্ত

নারায়ণগঞ্জ শহরের পশ্চিম তল্লায় বায়তুস সালেহ জামে মসজিদের এসি বিস্ফোরণে ২৭ জন মুসল্লি মৃত্যবুরণ করেছে। বর্তমানে ঢাকার শেখ হাসিনা জাতীয় বার্ণ ইন্সটিটিউটে চিকিৎসা নিচ্ছে ১০ জন মুসল্লি। চিকিৎসকরা বলছে ৯ জন এখনও সংকটাপন্ন রয়েছে।

ঠাকুরগাঁওয়ে নার্সকে উত্যক্ত করায় যুবক শ্রীঘরে

অভিযুক্তের সাথে ঐ নার্সের বিয়ে ঠিক হয়েছিল, কিন্তু পরবর্তীতে কোন কারনে তার সাথে বিয়ে না হয়ে অন্যত্র তার বিয়ে হওয়ায় সে তাকে লাগাতার উত্যক্ত করে যাচ্ছিলো, আজও একইভাবে ইভটিজিং করার সময় তাকে আটক করে স্বাস্থ্যকর্মীরা।

নারায়নগঞ্জে মসজিদ বিস্ফোরণে নিহত পরিবারপ্রতি ৫০ লাখ টাকা ক্ষতিপূরণ চেয়ে রিট

আবেদনে হতাহতদের ক্ষতিপূরণ দিতে কেন নির্দেশ দেয়া হবে না তা জানতে চেয়ে রুল জারির আরজি জানানো হয়েছে। পাশাপাশি এ ঘটনায় কার কী দায়, কার অবহেলা বা কার ভুল তা খুঁজে বের করারও নির্দেশনা চাওয়া হয়েছে।

সংবাদ সারাদিন