রাস্তায় নির্মাণসামগ্রী রাখা ও ক্ষতিকর ধোঁয়া নির্গমণকারী গাড়িমালিককে জরিমানা
ভ্রাম্যমান আদালত রাস্তা ও ফুটপাতে নির্মাণসামগ্রি খোলা অবস্থায় রেখে পরিবেশদূষণের দায়ে রানার প্রোপার্টিজের ম্যানেজার কিরন পাঠান, উত্তর পীরের বাগের মো. মিজানুর রহমান, পশ্চিম মনিপুর মিরপুরের মো. মতিউর রহমান, পশ্চিম আগারগাঁওয়ের মো. শাকিলেকে মোট ৪৫ হাজার টাকা জরিমানা করেন।