বৈরুত বিস্ফােরণের এক মাস, ধ্বংসস্তুপে জীবনের আশা
বিস্ফোরণের এক মাস কেটে গেছে। লেবাননের বৈরুতে ধ্বংসস্তুপের নীচে জীবনের অবাক আশার সম্ভাবনা তৈরী হয়েছে। ক্ষীণ সে আশাকে ধরে উদ্ধার কাজ চালাচ্ছে উদ্ধারকারীরা। আল জাজিরা। তিন দিন ধরে চলা উদ্ধারকাজে ক্রমেই কমে আসছে হৃৎস্পন্দন।