গাইবান্ধায় পানি কমলেও দীর্ঘমেয়াদি ক্ষতিতে আড়াই লাখ মানুষ
গাইবান্ধায় সার্বিক বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হলেও ব্রহ্মপুত্র ও ঘাঘটসহ সব নদীর পানি এখনও বইছে বিপৎসীমার উপর দিয়ে। সার্বিক বন্যা পরিস্থিতি কিছুটা উন্নতি হলেও উপদ্রুত এলাকায় মানুষের ঘরবাড়ি থেকে পানি নেমে যায়নি। বাঁধসহ বিভিন্ন উঁচু স্থানে আশ্রয় নেওয়া দুর্গত মানুষ গরু ছাগল নিয়ে বাড়ি ফিরতে পারছে না।