র্যাব ও সেনাবাহিনীর নাম ভাঙিয়ে যমুনার বালু লুটের অভিযোগ
সিরাজগঞ্জের এনায়েতপুরে অবৈধ ড্রেজার দিয়ে বালু উত্তোলন থামছেই না। কর্তৃপক্ষের যথাযথ পদক্ষেপ না থাকায় যমুনাকে সাড়া বছর কয়েকটি চক্র বিভিন্ন ড্রেজার দিয়ে অর্ধশত কোটি টাকার বালু তুলে বিক্রি করে ক্ষত-বিক্ষত করছেই। মাঝে-মাঝে অভিযান চললেও মোবাইল কোর্টে সামান্য জরিমানায় আবারো সক্রিয় হচ্ছে অসাধু চক্র। এদিকে বাধের জিও ব্যাগ ফেলার ঠিকাদারী ও ‘র্যাব-আরসি আনলোড ড্রেজার, সেনাবাহিনীর কাজে নিয়োজিত’ ড্রেজারের সাথে লিখে প্রতারনার নতুন কৌশলে যমুনা নদীতে থেকে প্রতিদিন লাখ-লাখ টাকার বালু উত্তোলন করে বিভিন্ন স্থানে বিক্রি করা হচ্ছে।