করোনায় সংক্রমিত সিরাজগঞ্জ-৫ আসনের এমপি মমিন মন্ডল

করোনায় সংক্রমিত হয়েছেন সিরাজগঞ্জ-৫ (বেলকুচি, চৌহালী, এনায়েতপুর) সংসদীয় আসনের সদস্য আবদুল মমিন মন্ডল। দেশের অন্যতম গার্মেন্টস প্রতিষ্ঠান মন্ডল গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আবদুল মমিন মন্ডল জানিয়েছেন, তার উপসর্গ নেই।

সুন্দরগঞ্জে হয়ে গেল ফার্ষ্ট এইড প্রশিক্ষণ কর্মশালা

ফার্ষ্ট এইড বিষয়ক দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ অনুষ্ঠিত হলো গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায়। ফ্লাড রেজিলিয়েন্স প্রকল্পের আয়োজনে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সের সভা কক্ষে ২০শে জুলাই সোমবার এই প্রশিক্ষণের সার্বিক সহায়তা দেয় বেসরকারী সংস্থা এসোড।

বিনামুল্যে রিকশাভ্যান পেল সুন্দরগঞ্জের ১৪জন গরীব মানুষ

জেলার সুন্দরগঞ্জ উপজেলার তারাপুর ইউনিয়নের ১৪ জন গরীব মানুষকে বিনামুল্যে রিকশাভ্যান দেওয়া হয়েছে। ২০শে জুলাই সোমবার বিকালে বেসরকারী স্বেচ্ছাসেবী সংগঠন আরপিডিও কার্যালয়ে এক অনুষ্ঠানের মাধ্যমে এসব রিকশাভ্যান এসব গরীব মানুষকে দেওয়া হয়।

বন্যার ক্ষতিতে গাইবান্ধার সাড়ে ৪ হাজার হেক্টর জমির ফসল

বানের পানিতে তলিয়ে গেছে বীজতলা ও সবজিসহ বিভিন্ন ফসলের ক্ষেত। শেষ সম্বল বাঁচাতে গলা পানিতে নেমে পাট কাটতে শুরু করেছেন অনেকে

তদন্তের তথ্যে সেই এসআই হেলাল 'বরখাস্ত'

সাদা পোশাকে আগ্রাবাদের বড় মসজিদ গলিতে গিয়ে কিশোর সালমান ইসলাম মারুফের পরিবারের সদস্যদের মারধর এবং তাকে ইয়াবা দিয়ে ফাঁসানোর চেষ্টা করেছিলেন ডবলমুরিং থানার ডিপার্টমেন্টাল এসআই হেলাল উদ্দিন। এরপরই চাচার বাড়ির একটি ঘর থেকে মারুফের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করা হয়। তবে এটি আত্মহত্যা না কি তাকে হত্যা করা হয়েছে তা নিয়েও উঠেছে প্রশ্ন। বন্দরনগরীর আলোচিত এই ঘটনা নিয়ে পুলিশের তদন্ত প্রতিবেদনে অভিযোগের পক্ষে প্রমাণ মেলায় এসআই হেলালকে বরখাস্তের সুপারিশ করা হয়।
তদন্ত প্রতিবেদন পাওয়ার পরপরই ডবলমুরিং থানার এসআই হেলালকে বরখাস্ত করা হয়েছে। তদন্তে প্রমাণ মিলেছে, বৃহস্পতিবার রাতে কর্মকর্তাদের অগোচরে সাদা পোশাকে ডবলমুরিং থানার বাদামতলীর বড় মসজিদ গলিতে অভিযানে গিয়েছিলেন পুলিশ কর্মকর্তা হেলাল উদ্দিন। সেখানে মারুফকে বেদম মারধর করা হয়। মা বোন তাকে উদ্ধারে এগিয়ে এলে তাদেরকেও মারধর করে হেলাল ও তার সহকর্মীরা। মারধরের পর কিশোর মারুফের আহত মা ও বোনকে হাসপাতালে নেওয়া হয়। এরপরই মারুফের চাচার বাসা থেকে তার ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ।
মৃত মারুফ স্থানীয় একটি স্কুলের দশম শ্রেণির শিক্ষার্থী। পড়ার খরচ চালাতে স্থানীয় একটি মার্কেটের এক দোকানে বিক্রয়কর্মী হিসেবে কাজ করতো সে। এ ঘটনার পর মৃতের স্বজন ও স্থানীয়রা অভিযোগ করেন, এসআই হেলাল দুই সোর্সকে সঙ্গে নিয়ে মারুফকে মারধর করে, তার কাছ থেকে এক লাখ টাকা দাবি করে এবং তাকে আটকের চেষ্টা করে। তখন তার পরিবারের সদস্যরা বাধা দেয়।
ঘটনার পর চট্টগ্রাম নগর পুলিশের (সিএমপি) গোয়েন্দা বিভাগের উপ-কমিশনার (পশ্চিম) মনজুর মোরশেদকে প্রধান করে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়। সেই কমিটি সোমবার বিকেলে সিএমপি কমিশনার মো. মাহবুবর রহমানের কাছে তদন্ত প্রতিবেদন জমা দেয়।
১৮ পৃষ্ঠার ওই তদন্ত প্রতিবেদনে ঘটনার পূর্বাপর তুলে ধরা হয়। এরআগে মারুফের পরিবারের সদস্যসহ স্থানীয় সংশ্লিষ্ট ১৭ জন এবং ১৫ জন পুলিশ সদস্যের সঙ্গে কথা বলেন তদন্ত কমিটির সদস্যরা।
তদন্ত কমিটির প্রধান গোয়েন্দা বিভাগের উপ-কমিশনার (পশ্চিম) মনজুর মোরশেদ বলেন, “সেদিন এসআই হেলাল ঘটনাস্থলে যাওয়ার আগে থানাকে কিছুই জানাননি। থানায় এ সংক্রান্ত কোনো জিডি এন্ট্রি নেই।”
কোনো পুলিশ কর্মকর্তার কোনো অভিযানে যেতে হলে থানায় এ সংক্রান্তে সাধারণ ডায়েরি (জিডি) করে যেতে হয়। তদন্ত কমিটির প্রধান মোরশেদ বলেন, “তার ঊর্ধতন সকল কর্মকর্তার সাথে কথা বলেছি। এই অভিযানের বিষয়ে কেউ জানতেন না। ইউনিফর্ম ছাড়াই সাদা পোশাকে এসআই হেলাল ঘটনাস্থলে যান, যার কোনো সুযোগ নেই। সিনিয়র অফিসরদের না জানিয়েই সেখানে গিয়ে তিনি সৃষ্ট পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হয়েছেন। ভিকটিম (মারুফ) ও তার মা-বোনকে মারধর করে এবং ইয়াবা দিয়ে ফাঁসিয়ে দেওয়ার হুমকিও দেয়। যার কারণে এই অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি সৃষ্টি হয়েছে।”
তদন্ত কমিটির প্রতিবেদনে এসআই হেলালকে বরখাস্ত করার সুপারিশের পাশাপাশি এ ঘটনায় থানার ওসির তদারকির ‘ঘাটতি ছিল’ বলে উল্লেখ করা হয়েছে। তদন্ত প্রতিবেদনে বলা হয়, “ওসি এক্ষেত্রে শৃঙ্খলা পূর্ণ আচরণ নিশ্চিত করতে পারেননি এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হয়েছেন।”
এসআই হেলালের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণের সুপারিশও করেছে তদন্ত কমিটি। এ বিষয়ে উপ-কমিশনার (পশ্চিম) ফারুক উল হক জানান, “তদন্তের ভিত্তিতে এসআই হেলালকে বরখাস্ত করা হয়েছে। ওসি সদীপ কুমার দাশকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। সাত দিনের মধ্যে তাকে কারণ দর্শাতে বলা হয়েছে।”
এরআগে বৃহস্পতিবার রাতেই ঘটনার পর স্থানীয়দের বিক্ষোভের মুখে এসআই হেলালকে প্রত্যাহার করা হয়েছিল।
নিহত মারুফের স্বজনদের দাবি, কিছুদিন আগে তার বাসা থেকে সাইকেল ও মোবাইল ফোন চুরি হয়েছিল। বৃহস্পতিবার সন্ধ্যায় দুই লোক গিয়ে মারুফের বাসায় উঁকি দিচ্ছিলেন। এসময় মারুফ তাদের ‘চোর চোর’ বলে ধরে ফেলেন।
এরপর এসআই হেলাল পুলিশের লোক পরিচয় দিয়ে মারুফকে মারধর করেন এবং থানায় ধরে নিয়ে যাওয়ার চেষ্টা এবং টাকা দাবি করে। মারুফের মা ও বোন পুলিশকে বাধা দেন।
যে দুই জন বাসায় উঁকি দিয়েছেন, তারা নিজেদের পুলিশের সোর্স হিসেবে পরিচয় দেন। আর তাদের সাথে থাকা এসআই হেলাল ছিলেন সাদা পোশাকে।

রিজভীর দাবি ভুয়া সনদের কারণেই কমছে কোভিড-১৯ পরীক্ষা

দেশে কোভিড-১৯ এর নমুনা পরীক্ষা কমে যাওয়ার কথা জানিয়ে বিএনপি’র সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী বলেছেন, হাসপাতালগুলো থেকে ভুয়া সনদ দেওয়া হচ্ছে বলেই পরীক্ষা করাতে যাচ্ছে না।

ঈদে অসচেতনায় জীবনহানির ঝুঁকি দেখছেন ওবায়দুল কাদের

“করোনাভাইরাস সংক্রমন রোধে প্রয়োজনীয় স্বাস্থ্যবিধি সম্পর্কে সচেতন না হলে এবারের ঈদযাত্রা আমাদের অনেকের জন্য জীবনহানির মতো ঝুঁকি বয়ে আনতে পারে।”

শেরপুরে পানিতে ডুবে শিশুর মৃত্যু

||সারাবেলা প্রতিনিধি, শেরপুর|| শেরপুরের শ্রীবরদীতে গর্তের পানিতে ডুবে রাব্বী (৪) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার ২০ জুলাই সকালে পৌরশহরের তাতিহাটি পূর্ব মহল্লায় এ ঘটনা

সিরাজগঞ্জে বেতিল সলিড স্পার বাধে ধস

যমুনার প্রচন্ড স্রোতে সিরাজগঞ্জের এনায়েতপুর থানার বেতিল সলিড স্পার বাধে ধস নেমেছে। আকষ্মিক প্রায় ৭৫ মিটার এ ধসে এলাকা জুড়ে আতংক দেখা দিয়েছে। এদিকে জেলা পানি উন্নয়ন বোর্ড ধসের বিস্তৃতি ঠেকাতে বালু ভর্তি জিও ব্যাগ ফেলা শুরু করেছে।

আশুলিয়ায় বাসচাপায় বৃদ্ধা পথচারী নিহত

|| সারাবেলা প্রতিনিধি, সাভার ||  সাভারে টঙ্গী-আশুলিয়া ইপিজেড সড়কের নরসিংহপুর এলাকায় দূরপাল্লার যাত্রীবাহী বাসচাপায় এক বৃদ্ধা পথচারী নিহত।  সোমবার (২০ জুলাই) ভোর সাড়ে ৫টার দিকে

সংবাদ সারাদিন