কুয়াকাটার পৌরখালের বাধঁ সরানোর দাবিতে সোচ্চার কয়েক শ’ কৃষক
কচ্ছপখালী খাল পুনরুদ্ধার কমিটির উদ্যোগে এই মানববন্ধন থেকে খাল বাঁচাও, কৃষক বাঁচাও স্লোগান নিয়ে কৃষকরা জানান, সাবেক ইউপি সদস্য চাঁন মিয়া হাওলাদার ১৯৮০ সালে প্রবাহমান কচ্ছপখালী খালটিতে তিনটি বাধ দিয়ে মাছ চাষ করে আসছে।