স্বাধীনতার দিনে মানুষ খুনের প্রতিবাদ জানালো কুড়িগ্রাম যুব, স্বেচ্ছাসেবকও ছাত্রদল

প্রশাসনের সহযোগিতায় যেভাবে সাধারণ মানুষের উপর অত্যাচার নির্যাতন করছে তাতে স্বাধীনতার যে সুফল তা ভুলন্ঠিত হতে বসেছে। তারা স্বাধীনতার দিনে এভাবে মানুষ খুনের তীব্র প্রতিবাদ জানান।

|| সারাবেলা প্রতিনিধি, কুড়িগ্রাম ||

স্বাধীনতা দিবসে বায়তুল মোকারম মসজিদ ও হাটহাজারিতে মানুষ খুনের প্রতিবাদে কুড়িগ্রামে যুবদল ও ছাত্রদল ও স্বেচ্ছাসেবকদল বিক্ষোভ ও সমাবেশ করেছে।

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শনিবার দুপুরে মোক্তার পাড়া জেলা বিএনপি কার্যালয় থেকে বিক্ষোভ মিছিল বের করে নেতাকর্মীরা। পরে শহরের দাদা মোড়ে পুলিশ বাঁধা দিলে দলীয় কার্যালয়ে জেলা যুবদলের সভাপতি রায়হান কবিরের সভাপতিত্বে সমাবেশ অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন জেলা যুবদলের সাধারণ সম্পাদক নাদিম আহমেদ, জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক হামিদ, ছাত্রদলের সভাপতি আমিমুল ও সাধারণ সম্পাদক হাসান যোবায়ের হিমেলসহ সংগঠনের অন্য নেতাকর্মীরা।

এ সময় বক্তারা বলেন, সারাদেশে ক্ষমতাসীন দলের অংগ সংগঠনের নেতাকর্মীরা প্রশাসনের সহযোগিতায় যেভাবে সাধারণ মানুষের উপর অত্যাচার নির্যাতন করছে তাতে স্বাধীনতার যে সুফল তা ভুলন্ঠিত হতে বসেছে। তারা স্বাধীনতার দিনে এভাবে মানুষ খুনের তীব্র প্রতিবাদ জানান।

সংবাদ সারাদিন