|| সারাবেলা প্রতিবেদন ||
রাজধানীর মতিঝিল শাপলাচত্বর এলাকায় মোদিবিরোধী বিক্ষোভে হামলা কাঁদানে গ্যাস ও গুলি চালিয়েছে পুলিশ। বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ ও যুব অধিকার পরিষদের এই বিক্ষোভ আয়োজনের শুরুতেই মুক্তাঙ্গনের দিকে যাওয়ার সময় বাধা দেয় পুলিশ।
বাধা উপেক্ষা করে পরিষদের কয়েকশ’ নেতাকর্মী পূর্বনির্ধারিত সমাবেশস্থল মুক্তাঙ্গনের দিকে যেতে চাইলে শুরু হয় ধাওয়া-পাল্টা ধাওয়া। এক পর্যায়ে পরিষদের সদস্যরা মিছিল নিয়ে পুরানা পল্টন হয়ে যাওয়ার সময়ে পেছন থেকে হামলে পড়ে পুলিশ। মিছিল ছত্রভঙ্গ করতে পুলিশ লাঠিচার্জ ও কাঁদানে গ্যাস ছোঁড়ে। এরইমধ্যে বিক্ষুব্ধ নেতাকর্মীরা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কুশপুত্তলিকা দাহ করেন।
এসময়ে বক্তারা বলেন, তারা গুজরাটের কসাইখ্যাত নরেন্দ্র মোদিকে বাংলাদেশের মাটিতে পা রাখতে দেবেন না। তারা মোদির আসা বন্ধ করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি আহ্বান জানান। মোদির আগমন ঠেকাতে দেশের মানুষকে রাজপথে নেমে আসার আহ্বান জানিয়ে বক্তারা বলেন, মোদি সরকার ত্রিশ লাখ শহীদের রক্তে কেনা এই দেশকে কাশ্মীর বানাতে চায়, বানাতে চায় আসাম। কিন্তু পরিষদের একজন কর্মী বেঁচে থাকতে এই ষড়যন্ত্র বাস্তবায়ন করতে দেয়া হবে না বলেও হুঁশিয়ার করে দেন বক্তারা।
এ ঘটনায় পুলিশ ঘটনাস্থল থেকে রফিকুল ইসলাম মাদানী ওরফে শিশু বক্তাসহ সংগঠনটির বেশ কয়েকজন নেতাকর্মীকে আটক করেছে। আহতদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের চিকিৎসার জন্য সার্বিক সহায়তা দিতে দেশবাসীর প্রতি আহ্বান জানানো হয় যুব অধিকার পরিষদের পক্ষ থেকে।
এদিকে ধাওয়া-পাল্টা ধাওয়ার জেরে শাপলাচত্বর হয়ে দৈনিক বাংলা-গুলিস্তান রাস্তাটি বন্ধ রয়েছে। ওই এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। তবে বিকল্প রাস্তা হিসেবে শাপলাচত্বর থেকে ফকিরাপুল হয়ে গাড়ি চলাচল করছে।
বিস্তারিত আসছে…