|| সারাবেলা প্রতিবেদন ||
মুক্তিযোদ্ধারা স্বাধীনতার পরপরই প্রতারিত হয়েছেন, এখনো হচ্ছেন জানিয়ে বীর মুক্তিযোদ্ধারা বললেন আজ যা হচ্ছে, সেজন্য আমরা মুক্তিযুদ্ধ করিনি। সোমবার রাজধানীর জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন এবং বীর মুক্তিযোদ্ধা সম্মাননা অনুষ্ঠানে এমন কথাই উঠে আসে ক্ষুদ্ধ মুক্তিযোদ্ধাদের কন্ঠে।
ছাত্র-যুব-শ্রমিক অধিকার পরিষদ, ভাসানী অনুসারী পরিষদ, গণসংহতি আন্দোলন এবং রাষ্ট্রচিন্তা আয়োজিত এ অনুষ্ঠানে মুক্তিযোদ্ধারা বলেন, এমন একটি দেশ বানানোর জন্যে আমরা যুদ্ধ করিনি। আমরা যদি জানতাম, আমরা যদি বুঝতে পারতাম যে আমাদের বন্ধুদের জীবনদান ও আমাদের লড়াইয়ের মাধ্যমে অর্জিত স্বাধীন দেশটি এমনভাবে বেহাত হয়ে যাবে তাহলে তা আমরা হতে দিতাম না। আমরা এমন একটি সংবিধান প্রণয়নের ক্ষমতাও তাদের হাতে দিতাম না। আমরা প্রতারিত হয়েছি।
অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা গণস্বাস্থ্য ট্রাস্টি ড. জাফরুল্লাহ চৌধুরী, অধ্যাপক ডাঃ কাজী কামরুজ্জামান, বাংলাদেশ ফিল্ড হাসপাতাল, সেক্টর ২; ক্যাপ্টেন (অব) এম নুরুল হুদা, উপ অধিনায়ক, সেক্টর ৯; মিজানুর রহমান খান বীর প্রতীক, সেক্টর ১১; নঈম জাহাঙ্গীর, সেক্টর ১১, জেড ফোর্স; অধ্যাপক ড. লায়লা পারভীন বানু, মুক্তিযোদ্ধা ট্রেনিং ক্যাম্প, গোগরা; ফারুক-ই-আজম বীর প্রতীক, নৌ কমান্ডো; মোজাম্মেল হক বীর প্রতীক, শেখ রফিকুল ইসলাম বাবলু সহ ৯৫ জন সম্মাননা জানানো হয়। এসময় বীর এই মুক্তিযোদ্ধারা তরুণ প্রজন্মের হাতে তাদের কাংক্ষিত রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষে জাতীয় পতাকা তুলে দেন।
আয়োজক ৪ সংগঠনের পক্ষে গনসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকী, ছাত্র-যুব-শ্রমিক অধিকার পরিষদের পক্ষে ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর, ভাসানী অনুসারী পরিষদের শেখ রফিকুল ইসলাম বাবলু এবং রাষ্ট্রচিন্তার সদস্য এডভোকেট হাসনাত কাইয়ূম অনুষ্ঠানের সার্বিক দায়িত্ত্ব পালন করেন।
সভাপতির বক্তৃতায় ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেন লক্ষ লক্ষ শহীদের রক্তে অর্জিত বিজয় প্রকান্তরে ৭১ এর ১৬ই ডিসেম্বরের পরই আমরা হারিয়ে ফেলেছি। আজকে সেই বিজয় পুনরুদ্ধারের সময় এসেছে। এজন্য তিনি নতুন প্রজন্মের হাতে জাতীয় পতাকা তুলে দিয়ে বলেন, হারিয়ে যাওয়া বিজয় পুনরুদ্ধারের দায়িত্ত্ব তোমাদেরকেই নিতে হবে। তবেই বাংলাদেশ মুক্তিযুদ্ধের কাংক্ষিত রাষ্ট্রে পরিণত হবে।
তথ্যসূত্র: সংবাদ বিজ্ঞপ্তি