|| সারাবেলা প্রতিবেদন ||
সারাদেশে বর্নাঢ্য আয়োজনের মধ্য দিয়ে পালিত হলো বাংলাদেশ ছাত্রলীগের ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী। বাঙালির স্বাধিকার অর্জনের লক্ষ্যে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্দেশনায় ১৯৪৮ সালের ৪ঠা জানুয়ারি এ সংগঠনটির জন্ম হয়।
প্রতিনিধিদের পাঠানো তথ্যে এই প্রতিবেদন।
জামালপুর
উপমহাদেশের বৃহৎ ও প্রাচীন ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের গৌরব, ঐতিহ্য, সংগ্রাম ও সাফল্যের ৭৩ তম প্রতিষ্ঠাবার্ষিকী জামালপুরে নানা কর্মসূচির মধ্য দিয়ে পালিত হয়েছে। এ উপলক্ষে সোমবার ৪ঠা জানুয়ারি) সকালে বকুলতলাস্থ জামালপুর জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের চত্বরে জেলা ছাত্রলীগের আয়োজনে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান নেতাকর্মীরা।
পরে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে বকুলতলাস্থ জেলা আওয়ামী লীগের দর্লীয় কার্যালয়ের চত্বর থেকে এক বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে স্থানীয় সরকারি জাহেদা শফির মহিলা কলেজ গেইটে সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তব্য রাখেন জামালপুর জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আসাদুজ্জামান আকন্দ বাবু, সাংগঠনিক সম্পাদক আ ব ম জাফর ইকবাল জাফু, ছানোয়ার হোসেন ছানু, সদস্য নারায়ণ পাল রানা, জেলা ছাত্রলীগ সাবেক সভাপতি মিজানুর রহমান সুজন, জেলা ছাত্রলীগ সভাপতি নিহাদুল আলম নিহাদ ও সাধারণ সম্পাদক মাকসুদ বিন জালাল প্লাবনসহ ছাত্রলীগের বিপুল সংখ্যক নেতাকর্মীরা অংশ নেন।
ময়মনসিংহ
প্রতিটি আন্দোলন সংগ্রামে বাংলাদেশ ছাত্রলীগের ভূমিকা অনস্বীকার্য জানিয়ে গৃহায়ন ও গণপুর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ বলেছেন, এই সংগঠনটি সুনামের সহিত তাদের কার্যক্রম পরিচালনা করে যাচ্ছে। অতীতের তুলনায় বর্তমান ছাত্রলীগের অবস্থান অনেক ভালো।
দুপুরে আনন্দমোহন কলেজ ছাত্রলীগ শাখা আয়োজিত সংগঠনটির প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন শরীফ আহমেদ। এসময় তিনি পায়রা উড়িয়ে এবং কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেন। এছাড়াও বক্তব্য রাখেন মহানগর আওয়ামীলীগের সভাপতি এহতেশামূল আলম, অধ্যক্ষ নারায়ন চন্দ্র ভৌমিক এবং ছাত্রলীগ নেতা ওয়াহেদুর রহমান সবুজসহ অন্যান্য নেতৃবৃন্দ।
রাজশাহী বিশ্ববিদ্যালয়
উৎসবমুখর পরিবেশে ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শাখা ছাত্রলীগ। সোমবার বেলা সাড়ে ১২টায় দিবসটি উপলক্ষে ছাত্রলীগের দলীয় টেন্ট থেকে আনন্দ র্যালি শুরু করে ক্যাম্পাসের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ শেষে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হন সংগঠনের নেতাকর্মীরা।
এসময় রাবি শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ রুনুর সঞ্চালনায় সভাপতি গোলাম কিবরিয়া বলেন, ‘আওয়ামী লীগ যখন ক্ষমতায় থাকে বাংলাদেশের মানুষ তখন নিরাপদে থাকে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়ন পরিকল্পনাকে বাস্তবে রূপদান করার জন্য রাবি শাখা ছাত্রলীগ কাজ করে যাবে। জননেত্রীর বিশ্বস্ত সদস্য হয়ে আমরা সর্বদা এগিয়ে যাবো।’
এদিন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন তারা। এসময় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। এছাড়াও এদিন বিকেল ৪টায় শহীদ তাজউদ্দিন আহমদ সিনেট ভবনে ভিডিও কনফারেন্সে অংশগ্রহণ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেখানে দলীয় ভাবমূর্তি রক্ষার পাশাপাশি ছাত্রলীগকে ঐক্যবদ্ধভাবে কাজ করে দেশকে এগিয়ে নেয়ার আহ্বান জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
কুড়িগ্রাম
নানা আয়োজনের মধ্যদিয়ে কুড়িগ্রামে গৌরব, ঐতিহ্য, সংগ্রাম ও সাফল্যের বাংলাদেশ ছাত্রলীগের ৭৩তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে সোমবার সকালে কুড়িগ্রাম জেলা ছাত্রলীগের আয়োজনে জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে আনুষ্ঠানিক ভাবে পুষ্পমাল্য অর্পণের মধ্যদিয়ে দিবসের সুচনা করা হয়। পরে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, কেক কাটা, বর্ণাঢ্য র্যালি ও সমাবেশের আয়োজন করে।
এসময় সমাবেশে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমান উদ্দিন আহমেদ মঞ্জু, পৌর আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম সম্পাদক মোস্তাফিজার রহমান সাজু, যুবলীগ নেতা রিপন আহমেদ, সাকিব হোসেন সেতু, মাহবুর রশিদ বাবু, মমিনুল ইসলাম, সাবেক ছাত্রলীগ নেতা সফিকুল ইসলাম সাকিব, ছাত্রলীগ নেতা তৌফিকুল ইসলাম টুটুল, ফাহিম আজাদ, আলামিন আহমেদ শুভ সহ ছাত্রলীগের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বক্তারা সকল ছাত্রলীগ নেতা কর্মীদেরকে দলীয় শুভেচ্ছা ও বাংলাদেশের উন্নয়নের অগ্রযাত্রা অব্যাহত রাখতে ঐক্যবদ্ধ থাকার আহবান জানান। সমাবেশে শেষে শাপলা চত্বরের জেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামন থেকে একটি বিশাল বণার্ঢ্য র্যালি বের হয়ে শহর প্রদক্ষিণ করে কলেজ মোড়ে এসে শেষ হয়।
ঈশ্বরদী
গৌরব,ঐতিহ্য ও সংগ্রামের ধারাবাহিকতায় পালিত হলো বাংলাদেশ ছাত্রলীগের ৭৩ তম প্রতিষ্ঠাবার্ষিকী। ঈশ্বরদী উপজেলা ছাত্রলীগের আয়োজনে সারাদিন বিভিন্ন কর্মসূচীতে এই জন্মদিন পালিত হয়। সকালে ঈশ্বরদী উপজেলা আওয়ামী লীগ ও ছাত্রলীগের দলীয় কার্যালয়ে জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলনের মধ্যে দিয়ে দিনের প্রথম কর্মসূচি শুরু হয়। পতাকা উত্তোলন শেষে জাতির পিতা বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পন করেন, আওয়ামী লীগ,যুবলীগ ও ছাত্রলীগের সকল নেতৃবৃন্দ।
এসময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পৌর আওয়ামী লীগের সাধারন সম্পাদক ও আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী ইছাহক আলী মালিথা,উপজেলা যুবলীগের সভাপতি শিরহান শরীফ তমাল,পৌর যুবলীগের সভাপতি আলাউদ্দিন বিপ্লব,সাধারন সম্পাদক,আরিফুল ইসলাম লিটন,উপজেলা ছাত্রলীগের সভাপতি রাকিবুল হাসান রনি,সাধারন সম্পাদক সুমন দাস, পৌর ছাত্রলীগের সভাপতি আবুল কালাম আজাদ,কলেজ ছাত্রলীগের সভাপতি খন্দকার আরমান সহ বিভিন্ন ওয়ার্ডের সকল নেতৃবৃন্দ ও কর্মিরা।
দিনের অন্যান্য কর্মসূচীর মধ্যে ছিল উপজেলা ছাত্রলীগের উদ্যোগে বৃক্ষ রোপন কর্মসূচী ও দোয়া মাহফিল অনুষ্ঠান। ঈশ্বরদী উপজেলা ছাত্রলীগ অফিসে সন্ধায় কাটা হয় কেক।