ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল দাবিতে ভাষাশহীদদের স্মরণ করলো রাষ্ট্রচিন্তা

সরকারের একজন শীর্ষ উপদেষ্টা যখন গণমাধ্যমে স্বীকার করেন যে, এ আইন অন্যায় উদ্দেশ্যে ব্যবহারের সুযোগ রয়েছে, তখনো সম্পর্কিত মামলাগুলো বাতিল করা হচ্ছে না। বরং এখনো নিয়মিত এ আইনে নতুন নতুন মামলা করা হচ্ছে।

|| বার্তা সারাবেলা ||

‘ওরা আবার মুখের কথা কাইড়া নিতে চায়’ স্লোগানে এবং ‘মানুষের সকল অধিকার হোক নিরঙ্কুশ’ দাবীতে অমর একুশে উদযাপন করেছে রাষ্ট্র সংস্কারের লক্ষ্যে কাজ করিয়ে রাজনৈতিক সংগঠন রাষ্ট্রচিন্তা।

রোববার রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের স্মরণে ফুল দিয়ে শ্রদ্ধা জানায় রাষ্ট্রচিন্তার সদস্যরা। পুষ্পার্ঘ্য অর্পনে দিদারুল ভূঁইয়া, রাখাল রাহা, নাইমুল ইসলাম নয়ন, লিটন কবিরাজ, মাহবুবুল হক মিল্টন, আদিল হোসাইন, হাবিবুর রহমান সহ রাষ্ট্রচিন্তার আরো অনেকে অংশ নেন।

ছবি: সংবাদ সারাবেলা

পুষ্পার্ঘ্য অর্পনশেষে সংক্ষিপ্ত সমাবেশে রাষ্ট্রচিন্তার পক্ষ থেকে বক্তৃতায় বলা হয়, ডিজিটাল নিরাপত্তা আইন যখন মাথার উপর খড়গের মতো থাকে তখন মানুষের মত প্রকাশের কোনো স্বাধীনতাই থাকেনা। আর মত প্রকাশের স্বাধীনতা না থাকলে মানুষের আর কোনো অধিকার থাকারই কোনো সুযোগ নাই।

বক্তারা বলেন, করোনার মতো দূর্যোগে রাষ্ট্রীয় এবং সরকারের ব্যর্থতা তুলে ধরার কারণে রাজনৈতিক কর্মী, সাংবাদিক, লেখক, কার্টুনিষ্টসহ সাধারণ মানুষকেও জেলে পোরা হচ্ছে। রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করতে এমন একটি মামলায় রাষ্ট্রচিন্তা’র সদস্য দিদারুল ভূঁইয়ার নামে চার্জশিটও দেয়া হয়েছে। কিশোর, মুস্তাক এখনো জামিন পান নাই। এ আইনের অন্যান্য মামলায় দীর্ঘদিন জেল খেটেছেন সাংবাদিক কাজল, আর্কিটেক্ট মাহফুজ সহ অনেকে।

এছাড়া ডিজিটাল নিরাপত্তা আইন নিয়ে খোদ সরকারের একজন শীর্ষ উপদেষ্টা যখন গণমাধ্যমে স্বীকার করেন যে, এ আইন অন্যায় উদ্দেশ্যে ব্যবহারের সুযোগ রয়েছে, তখনো সম্পর্কিত মামলাগুলো বাতিল করা হচ্ছে না। বরং এখনো নিয়মিত এ আইনে নতুন নতুন মামলা করা হচ্ছে।

ছবি: সংবাদ সারাবেলা

এ প্রেক্ষিতে অমর একুশের প্রাক্কালে রাষ্ট্রচিন্তার পক্ষ থেকে অবিলম্বে ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবী জানানো হয়। একইসঙ্গে রাষ্ট্রের সকল প্রতিনিধিকে জনগণের কাছে জবাবদিহির এবং প্রতিনিধিদের মধ্যে ক্ষমতার ভারসাম্য প্রতিষ্ঠার জন্য রাষ্ট্র সংস্কারের দাবীতে ঐক্যবদ্ধ হতে জনগণের প্রতি আহ্বান জানানো হয়।

এরপর নোয়াখালীতে সাংবাদিক খুনের প্রতিবাদে বাংলাদেশ যুব অধিকার পরিষদ কর্তৃক প্রেসক্লাবে আয়োজিত এক বিক্ষোভ সমাবেশেও অংশ নেন রাষ্ট্রচিন্তা’র সদস্যরা।

ছবি: সংবাদ সারাবেলা

সেখানে রাষ্ট্রচিন্তা’র সদস্য দিদারুল ভূঁইয়া বলেন, আওয়ামী লীগের ভাগবাটোয়ার কামড়াকামড়িতে, ক্ষমতার লড়াইয়ে আমাদের এক সাংবাদিক ভাই খুন হয়েছেন। তাদের স্বার্থের লড়াইয়ে বলি হবার রাজনীতিকে, তাদের লাশের রাজনীতিকে আমরা ঘৃণাভরে প্রত্যাখ্যান করি। এমন রাজনীতির জবাব কী হতে পারে, তা দেখিয়েছে আমাদের জাহাঙ্গীরনগর বিশ্যবিদ্যালয়ের ভাই বোনেরা। তারা হলের তালা ভেঙ্গে তাদের অধিকার আদায় করেছে, তাদের উপর করা নির্যাতনের জবাব দিয়েছে।

তিনি আরো যুক্ত করেন, এ রাষ্ট্রে আমাদের সকল অধিকারকে এমন তালা মেরে আটকে দেয়া হয়েছে। আমাদের সেসব তালা ভেঙ্গে এ রাষ্ট্রে আমাদের সকল অধিকার নিরঙ্কুশ করতে হবে। শুরুটা হতে পারে ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল করানোর মধ্য দিয়ে।

সংবাদ সূত্র: সংবাদবিজ্ঞপ্তি

সংবাদ সারাদিন