|| প্রযুক্তি সারাবেলা ||
নতুন পরিবর্তন আনছে সামাজিক যোগাযোগ মাধ্যম ‘ফেসবুক’। এতে ফেসবুকের পাবলিক পেজে লাইক সরিয়ে দেয়া হবে। নতুন করে কেউ পেজে আর লাইক দিতে পারবেনা। সম্প্রতি এক ব্লগ পোস্টে এমনটাই জানিয়েছে ফেসবুক কর্তৃপক্ষ।
ফেসবুক জানায় , বর্তমানে বিভিন্ন শিল্পী, তারকা, অভিনেত্রী ও ব্যবসায়িক পেজে লাইক দিয়ে পরবর্তী তথ্যের জন্য যুক্ত থাকতো তাদের ভক্তরা। তবে নতুন আপডেটে সেই সুযোগ থাকছে না। এখন থেকে ফেসবুকের পাবলিক পেজে শুধু ফলোয়ার সংখ্যা দেখা যাবে। পরবর্তী তথ্য পেতে ক্লিক করতে হবে ফলো বাটনে।
তবে সেক্ষেত্রে যে ব্যক্তি যে পেজের ফলোয়ার, সেই পেজে লাইক দেয়া না থাকলেও তিনি সেই পেজের হালনাগাদ তথ্য পাবেন।
ফেসবুক বলছে, নতুন আপডেটে লাইক বাটন সরিয়ে দিচ্ছি। গুরুত্ব দিচ্ছি ফলোয়ারদের দিকে। ব্যবহারকারীরা যাতে তাদের প্রিয় পেজগুলোর সঙ্গে আরও সহজে যোগাযোগ রাখতে পারে সেদিকে লক্ষ্য গুরুত্ব দিয়েই এমন পরিবর্তন আনা হচ্ছে।