|| সারাবেলা প্রতিনিধি, চট্টগ্রাম ||
“বাংলাদেশ এখন ডিজিটাল বাংলাদেশ গড়ার পথে এগিয়ে যাচ্ছে। বিশ্বের অন্য অনেক দেশের চেয়ে প্রযুক্তিতে দেশ অনেক ক্ষেত্রেই সক্ষমতা অর্জন করেছে। এমন দাবি করে বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষের ব্যবস্থাপনা পরিচালক (সচিব) হোসনে আরা বেগম, এনডিসি বলেছেন, চুয়েটে শেখ কামাল আইটি বিজনেস ইনকিউবেটররে নির্মাণ শেষ হলে তা দেশের তথ্যপ্রযুক্তি খাতকে আরো একধাপ এগিয়ে নিয়ে যাবে।
তিনি বৃহস্পতিবার ১০ই ডিসেম্বর বিকালে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের উদ্যোগে দেশে প্রথমবারের মত আয়োজিত দুইদিনের ‘বিগ ডাটা ও মেশিন লার্নিং’ বিয়য়ক প্রথম জাতীয় কর্মশালার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
প্রসঙ্গত, বৈশ্বিক মহামারি কোভিড-১৯ এর কারণে এবার বিডিএমল-২০২০ অনলাইন প্ল্যাটফর্মে অনুষ্ঠিত হলো। অনুষ্ঠানে গেস্ট অফ অনার ছিলেন চুয়েটের মাননীয় ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলম। চুয়েট ভিসি বলেন, “চর্তুথ শিল্পবিপ্লব বিশ্বব্যাপি আমূল পরিবর্তন ঘটিয়ে চলেছে। প্রধানমন্ত্রী তাই বারংবার দেশের জনগণকে নতুন প্রযুক্তি ও উদ্ভাবনের সাথে খাপ খাইয়ে দক্ষ হিসেবে গড়ে তোলার প্রত্যয় জানাচ্ছেন। সরকার ইতোমধ্যে তথ্যপ্রযুক্তি খাতে সক্ষমতা ও দক্ষতা বাড়াতে নানাবিধ পদক্ষেপ নিয়েছে। আমাদের বিশ্ববিদ্যালয়গুলোতে গবেষণা ক্ষেত্রে নতুন করে ভাবতে হবে। প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে উচ্চশিক্ষা ও গবেষণায় বৈশ্বিক কোলাবোরেশন বাড়াতে হবে। চুয়েটের বিগ ডাটা ও মেশিন লার্নিং বিষয়ক এই জাতীয় কর্র্মশালা সেই সম্ভাবনাকে আরো ত্বরান্বিত করবে বলে আমি বিশ্বাস করি।”
বিডিএমএল-২০২০ কর্মশালার অরগ্যানাইজিং চেয়ারম্যান অধ্যাপক ড. মোহাম্মদ সামসুল আরেফিনের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন চুয়েটে নির্মাণাধীন শেখ কামাল আইটি বিজনেস ইনকিউবেটরের প্রকল্প পরিচালক (যুগ্ম-সচিব) সৈয়দ জহুরুল ইসলাম, বিডিএমএল-২০২০ কর্মশালার উপদেষ্টা কমিটির চেয়ারম্যান ও চুয়েটের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. আসাদুজ্জামান, আইইইই কম্পিউটার সোসাইটি বাংলাদেশ চ্যাপ্টারের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান অধ্যাপক ড. এম. শামীম কায়সার, বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের এলআইসিটি’র ইমার্জিং টেকনোলজি স্পেশালিস্ট জনাব জহিরুল আলম তায়েমুন, কর্মশালার স্টুডেন্টস রিসার্চ শেয়ারিং সেশনের চেয়ার ড. ইকবাল এইচ. সরকার।অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন বিডিএমএল-২০২০ কর্মশালার অরগ্যানাইজিং সেক্রেটারি ও সিএসই বিভাগের সহযোগী অধ্যাপক ড. আবু হাসনাত মোহাম্মদ আশফাক হাবীব।
কর্মশালার সমাপনী দিনে কি-নোট স্পিকার হিসেবে অংশ নেন অস্ট্রেলিয়ার লা-ট্রোব ইউনিভার্সিটির (La Trobe University) কম্পিউটার সায়েন্স অ্যন্ড ইনফরমেশন টেকনোলজি বিভাগের এডজাঙ্ক প্রফেসর ড. পল ওয়াটার্স (Prof. Dr. Paul Watters), চুয়েটের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ মশিউল হক এবং জাপানের ওসাকা ইউনিভার্সিটির প্রফেসর ড. আতিকুর রহমান আহাদ। দুইদিনব্যাপী এ কর্মশালায় ৫টি কী-নোট স্পিস, ৮ টি টেকনিক্যাল সেশন, ৭ টি ইনভাইটেড টক্স এবং ২ টি টিউটোরিয়াল সেশন অনুষ্ঠিত হয়। কর্মশালা আয়োজনে সার্বিক সহযোগিতায় আছেন বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষ এবং এলআইসিটি। টেকনিক্যাল কো-স্পন্সর হিসেবে আছেন আইইইই কম্পিউটার সোসাইটি বাংলাদেশ চ্যাপ্টার।