সৈয়দপুরে বাসাবাড়ি তৈরিতে মানা হচ্ছে পৌরআইন বাড়ছে জনদুর্ভোগ

ব্যক্তিগত সুবিধার্থে পায়খানার সেপটিক ট্যাঙ্কি না করে পাইপের মাধ্যমে বর্জ্য ফেলায় ওইসব এলাকার বসবাসকারীরা রয়েছে স্বাস্থ্য ঝুঁকিতে। তাদের পৌর বিধিবির্হিভূত কাজে কেউ কেউ বাধা দিলেও প্রভাবশালী হওয়ায় প্রতিরোধে ব্যর্থ হচ্ছে ।

|| সারাবেলা প্রতিনিধি, সৈয়দপুর (নীলফামারী) ||

নীলফামারীর সৈয়দপুর পৌরসভার অনুমতি ছাড়াই বিভিন্ন এলাকায় সড়ক কেটে ড্রেন নির্মাণ করা হচেছ। রাস্তা বন্ধ করে রাখা হচ্ছে ভবন নির্মাণ সামগ্রী। এছাড়া বেশ কিছু এলাকায় পায়খানার বর্জ্য সরাসরি নালায় ফেলা হচ্ছে। এতে পরিবেশ দূষনসহ সাধারণ লোকজন পড়েছেন চরম দূর্ভোগে।

স্থানীয় সরকার (পৌরসভা) আইন, ২০০৯ এর ১০৯ ধারায় বলা হয়েছে পৌর কর্তৃপক্ষের অনুমতি ছাড়া সড়ক কেটে ড্রেন নির্মাণ এবং  রাস্তায়  ইট, বালু, সিমেন্ট রেখে জনদুর্ভোগ সৃষ্টি ও চলাচলে বিঘ্ন সৃষ্টি করা যাবে না। কিন্তু এ পৌরসভার বেশীর ভাগ এলাকায় সেই আইনকে তোয়াক্কা করা হচ্ছে না।

সরেজমিনে শহরের নয়াটলা, নতুন বাবু পাড়া, পুরাতন বাবু পাড়া, গোলাহাট, কয়ানিজ পাড়া, নিচু কোলনী নিচ পাড়া,ইসলাম বাগ, বাশঁবাড়ী , মিস্ত্রিপাড়াসহ বিভিন্ন পাড়া-মহল্লায় এমনকি  শহরের প্রধান প্রধান সড়ক কেটে বসতবাড়ি ও ব্যবসাপ্রতিষ্ঠানের পানি নিষ্কাশনের জন্য লিংকড্রেন তৈরি করা হছে। এ ড্রেনগুলো মেইন সড়ক থেকে উঁচু করা হয়েছে । এতে রিকশা ও মোটরসাইকেলসহ অন্যান্য যানবাহন চলাচলে ঘটছে হরমামেশ দূর্ঘটনা। এছাড়া নির্মাণকারীরা তাদের ভবন নির্মান করতে গিয়ে নির্মাণ সামগ্রী রাখছে রাস্তা দখল করে।

অন্যদিকে শহরের বেশ কিছু এলাকায় ব্যক্তিগত সুবিধার্থে পায়খানার সেপটিক ট্যাঙ্কি না করে পাইপের মাধ্যমে বর্জ্য ফেলায় ওইসব এলাকার বসবাসকারীরা রয়েছে স্বাস্থ্য ঝুঁকিতে। তাদের পৌর বিধিবির্হিভূত কাজে কেউ কেউ বাধা দিলেও প্রভাবশালী হওয়ায় প্রতিরোধে ব্যর্থ হচ্ছে ।

এব্যাপারে মৌখিক কিংবা লিখিত অভিযোগ দিলেও কর্তৃপক্ষের নেই কোন তৎপরতা। সংশ্লিষ্ট ওয়ার্ডের কাউন্সিলররাও বিষয়টি ভোট কিংবা আর্থিক লেন-দেনের বিনিময়ে নিরব ভূমিকা পালন করছেন।

জানতে চাইলে ৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলর ও প্যানেল মেয়র জিয়াউল হক জিয়া বলেন, পৌর কর্তৃপক্ষের অনুমতি ছাড়া সড়ক কেটে ড্রেন নির্মাণ এবং রাস্তায় ইট, বালু, সিমেন্ট রেখে জনদুর্ভোগ সৃষ্টি করা শাস্তিযোগ্য অপরাধ। এসব কর্মকান্ডের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যাবস্থা নেওয়া হবে। এজন্য তিনি সকলের পৌরবাসীর সহযোগিতা চান।

 

সংবাদ সারাদিন