|| সারাবেলা প্রতিনিধি, কমলগঞ্জ (মৌলভীবাজার) ||
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার মুন্সীবাজার ইউনিয়নের রামপুর গ্রামের সজল মালাকারের ১৭ বছর বয়সী ছেলে শোভন মালাকার। গেলো একবছর ধরে পেটের ব্যথায় ভুগছে সে। পরীক্ষা-নিরীক্ষা শেষে তার পেটের ভেতরে ১৬টি পাথর মেলে। চিকিৎসক জানিয়েছেন দ্রুত চিকিৎসা শুরু না করলে তাকে বাঁচানো যাবে না।
মঙ্গলবার ১০ই আগস্ট বিকাল ৩ টায় তার বাড়িতে গিয়ে জানা যায়, মাসখানেক আগে মেডিকেল টেস্টে শোভন মালাকারের পেটে পাথর মেলে। তার আগে থেকেই প্রচন্ড ব্যথা হচ্ছিল তার। এ অবস্থায় তার চিকিৎসার ব্যয় বহন করতে পারছে না তার বাবা-মা। ডাক্তারের পরামর্শ অনুযায়ী ঢাকায় নিয়ে পাথর বের করতে হবে।
বাবা সজল মালাকার দিনমজুরির কাজ করতেন, কিন্তু দীর্ঘদিন যাবত বাবার মেরুদন্ডের সমস্যার কারনে কোন কিছু করতে পারছেন না। তাছাড়া মা অর্চনা মালাকার অন্যের বাড়িতে ঝিয়ের কাজ করে কোনরকমে সংসার চালাচ্ছেন। কিন্তু একমাত্র ছেলের ব্যয়বহুল চিকিৎসা চালানো তার পরিবারের পক্ষে অসম্ভব। তাই সমাজের বিত্তশালী মানুষের কাছে তার ছেলের চিকিৎসার জন্য সহায়তা চেয়েছেন। তাছাড়া তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুদৃষ্টি কামনা করেছেন। সহযোগিতার জন্য শোভনের কাকার পারসোনাল বিকাশ নম্বর -০১৬৩০৬৭৩১৪১।