সাভারে বকেয়া বেতনদাবিতে সড়ক অবরোধ করলো শ্রমিকরা

বকেয়া বেতনদাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে সাভারের তৈরি পোশাক কারখানা ভার্সেটাইল অ্যাটেয়ারের শ্রমিকরা। বৃহস্পতিবার ৮ই এপ্রিল বিকেলে ঢাকা-আরিচা মহাসড়কের রাজফুলবাড়িয়া বাসস্ট্যান্ডে সড়ক অবরোধ করে বকেয়া বেতনের দাবি জানান বিক্ষুদ্ধ শ্রমিকরা ।

|| সারাবেলা প্রতিনিধি, সাভার ||

বকেয়া বেতনদাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে সাভারের তৈরি পোশাক কারখানা ভার্সেটাইল অ্যাটেয়ারের শ্রমিকরা। বৃহস্পতিবার ৮ই এপ্রিল বিকেলে ঢাকা-আরিচা মহাসড়কের রাজফুলবাড়িয়া বাসস্ট্যান্ডে সড়ক অবরোধ করে বকেয়া বেতনের দাবি জানান বিক্ষুদ্ধ শ্রমিকরা ।

তারা জানান, ভার্সেটাইল অ্যাটেয়ার পোশাক কারখানায় কয়েকশ’ শ্রমিক কাজ করেন। এদের ফেব্রুয়ারি ও মার্চ মাসের বেতন বকেয়া রয়েছে। এরআগে বেতনের দাবিতে গেলো ৩১শে মার্চ শ্রমিক অসন্তোষ শুরু হয় কারখানায়। সেদিন শিল্প পুলিশ কার্যালয়ে অনুষ্ঠিত কারখানার মালিক ও শ্রমিক প্রতিনিধিদের বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী ৮ই এপ্রিল বেতন দেওয়ার কথা। কিন্তু বৃহস্পতিবার সকাল থেকে মালিক পক্ষ বেতন না দিয়ে নানা টাল বাহানা শুরু করে।

এবিষয়ে সাভার মডেল থানার পরিদর্শক (ওসি তদন্ত ) সাইফুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে শ্রমিকদের বুঝিয়ে শান্ত করেছে। এখন পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলেও জানান পুলিশের ওই কর্মকর্ত। তবে বেতন পরিশোধের বিষয়ে কিছুই জানাতে পারেননি এই পুলিশ কর্মকর্তা।

সংবাদ সারাদিন