সরিষাবাড়ীতে নদীপাড়ের বালু তুলে রাস্তা নির্মানে ক্ষুব্ধ সেভ দ্য রোড

জামালপুরের সরিষাবাড়ীতে সুবর্ণখালী নদীতে ভেকু বসিয়ে অবৈধভাবে বালু তুলে তুলে সরকারী রাস্তা বানানো হচ্ছে। এতে নদী তীরবর্তী ঘরবাড়ি, ২টি ব্রীজ, বাঁধ, হাসপাতালসহ কয়েকটি সরকারী প্রতিষ্ঠান, সরিষাবাড়ী- তারাকান্দি প্রধান সড়ক ভাঙন ঝুঁকিতে পড়েছে।

|| বার্তা সারাবেলা ||

জামালপুরের  সরিষাবাড়ীতে সুবর্ণখালী নদীতে ভেকু বসিয়ে অবৈধভাবে বালু তুলে তুলে সরকারী রাস্তা বানানো হচ্ছে। এতে নদী তীরবর্তী ঘরবাড়ি, ২টি ব্রীজ, বাঁধ, হাসপাতালসহ কয়েকটি সরকারী প্রতিষ্ঠান, সরিষাবাড়ী-তারাকান্দি প্রধান সড়ক ভাঙন ঝুঁকিতে পড়েছে।

গত ১লা ফেব্রুয়ারী আরামনগর বাজার ট্রাক সমিতি-কয়ড়া মাদারগঞ্জ যোগাযোগের চর ধানাটা ব্রীজের নিচে সকালে ড্রেজার মেশিন বসিয়ে দিনব্যাপী বালু উত্তোলন করলে স্থানীয় এলাকাবাসী  বিকেলে ড্রেজার বন্ধ করে দেয়।পরে ৩রা ফেব্রুয়ারি ডাকবাংলোর পিছনে ড্রেজার বসিয়ে বালু উত্তোলন করলে উপজেলা নির্বাহী অফিসারের হস্তক্ষেপে ড্রেজার মেশিনটি পুড়িয়ে দেয় প্রশাসন। গত বৃহস্পতিবার ২৫শে মার্চ  থেকে চর ধানাটা ব্রীজের নিচের বালু উত্তোলন নিয়ে এলাকাবাসীর মাঝে নানা ক্ষোভের সৃষ্টি হয়েছে।

জামালপর জেলার ৮টি পৌরসভার ভৌত অবকাঠামো উন্নয়ন প্রকল্পে  ২০১৮-১৯ অর্থ বছরে তিনটি প্যাকেজে প্রায় ৫ কোটি টাকা ব্যয়ে চর ধানাটা ব্রীজ হতে চকহাটবাড়ী এ আর এ জুট মিলের পুরাতন কলোনী পর্যন্ত ১৪০০ মিটার  রাস্তা প্রকল্প বাস্তবায়ন করে। প্রকল্পে মাটির নির্ধারিত দাম প্রতি হাজার সিএফটি ৯৭৪৭ টাকা ধরা থাকলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ অল্প টাকা খরচ করে ভেকু দিয়ে নদীপাড় থেকে বালু উত্তোলন করে রাস্তা নির্মাণ করে যাচ্ছে।নদী থেকে বালু উত্তোলন সফল হলে মাটি বরাদ্দের প্রায় কোটি টাকা হদিস পাওয়া যাবে না।নদী থেকে বালু উত্তোলনের ফলে ভবিষ্যতে ক্ষতির আশঙ্কা রয়েছে। নদী থেকে এভাবে বালু উত্তোলন করার কারণে বর্ষা মৌসুমে বেড়ি বাঁধ ভেঙে যাবে।

এ বিষয়ে সেভ দ্য রোড’র মহাসচিব শান্তা ফারজানা বলেন, একসময়ে ছাত্রলীগ পরে ছাত্রদল আবারো আওয়ামী লীগে যোগ দেয়া রফিকুল ইসলাম সাহেব এসব কাজের পেছেনে রয়েছেন। তবে, এই বিষয়টি অত্যন্ত দুঃখজনক যে, দলীয় পরিচয়কে সাইনবোর্ড হিসেবে ব্যবহার করে দেশ ও দশের ক্ষতি করার বিষয়টি কোনভারেই গ্রহণযোগ্য নয়। এধরণের লোকের অনতি বিলম্বে শাস্তি হওয়া উচিত বলে মনে করি।

এমন পরিস্থিতিতে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন সেভ দ্য রোড-এর চেয়ারম্যান জেড এম কামরুল আনাম, সিনিয়র ভাইস চেয়ারম্যান  ও প্রতিষ্ঠাতা মোমিন মেহেদী, ভাইস চেয়ারম্যান বিকাশ রায় প্রমুখ। 

সংবাদ সূত্র: সেভ দ্য রোড বিজ্ঞপ্তি।

সংবাদ সারাদিন