নির্মাণের ৮ বছরেও চালু হয়নি গোড়পাড়া মা ও শিশু হাসপাতাল

যশোর সিভিল সার্জেন ডা. শেখ আবু শাহীন এ প্রসঙ্গে বলেন, শার্শার গোড়পাড়ায় ১০ শয্যা বিশিষ্ট মা ও শিশু হাসপাতালটি নির্মাণ হয়েছিল স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের মাধ্যমে। আমরা পরিবার পরিকল্পনা বিভাগের কাছে হাসপাতালটি বুঝিয়ে দিয়েছি।

|| সারাবেলা প্রতিনিধি, বেনাপোল ||

যশোরের শার্শা উপজেলার নিজামপুর ইউনিয়নের গোড়পাড়ায় ১০ শয্যার মা ও শিশু কল্যাণ হাসপাতালটি নির্মাণ করা হয়েছে গেলো ৮ বছর আগে। কিন্তু এখনো চালু করা যায়নি হাসপাতালের কার্যক্রম। এতে করে স্বাস্থ্যসেবা পেতে হয়রানিতে পড়েছে স্থানীয়রা। ‍

অযত্ন আর অবহেলায় ইতোমধ্যেই হাসপাতালের বিভিন্ন জায়গায় দেখা দিয়েছে ফাটল। ময়লা আর্বজনায় ভরে গেছে হাসপাতাল চত্বর। এলাকাবাসীরা জানান, দীর্ঘদিন ধরে হাসপাতালটি পড়ে থাকায় মাদকসেবীদের আখড়া বসে প্রতিনিয়ত। আমাদের জরুরী চিকিৎসা সেবা নিতে নাভারণ কিংবা যশোরে যেতে হয়। অনেক সময় পথের মধ্যেই রোগী মারা যায়। এই হাসপাতালের কার্যক্রম চালু থাকলে আমরা জরুরী চিকিৎসা পেতাম। আশা করেছিলাম জরুরী চিকিৎসা সেবা পাবো। কিন্তু আমরা নিরাশায় আছি এই হাসপাতাল নিয়ে। হাসপাতাল থাকার পরেও চিকিৎসা সেবা নিতে যেতে হয় বহুদুরে। তাহলে আমাদের এখানে হাসপাতাল থেকে লাভ কি? অসুস্থ রোগীদের এই হাসপাতালের সামনে দিয়ে বিভিন্ন যানবহনে করে শহরে নিয়ে যায়, এটা আমাদের জন্য দুঃখ জনক! আমরা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে হাসপাতালটি দ্রুত চালু করার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি।

যশোর সিভিল সার্জেন ডা. শেখ আবু শাহীন এ প্রসঙ্গে বলেন, শার্শার গোড়পাড়ায় ১০ শয্যা বিশিষ্ট মা ও শিশু হাসপাতালটি নির্মাণ হয়েছিল স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের মাধ্যমে। আমরা পরিবার পরিকল্পনা বিভাগের কাছে হাসপাতালটি বুঝিয়ে দিয়েছি।

সংবাদ সারাদিন