|| সারাবেলা প্রতিনিধি, ধামইরহাট (নওগাঁ) ||
ব্যবসায়িক বিরোধের জেরে নওগাঁর ধামইরহাটে নর্থওয়েস্ট কেবল নেটওয়ার্ক অফিসে তালা লাগিয়ে দিয়েছে প্রতিপক্ষ। এতে বন্ধ হয়ে গেছে উপজেলাজুড়ে স্যাটেলাইট টেলিভিশন সম্প্রচার। ভুক্তভোগী গ্রাহকরা দেশের সার্বিক পরিস্থিতিসহ টেলিভিশনের বিভিন্ন খবর দেখতে না পেয়ে ভোগান্তিতে পড়েছেন। বিষয়টির প্রতিকার চেয়ে ধামইরহাট থানায় অভিযোগ জানিয়েছেন নর্থ ওয়েষ্ট কেবল নেটওয়ার্কের মালিক এম এ হাসেম।
জানা গেছে, গত ৯ই এপ্রিল দুপুরে জনা চারেক লোক নিয়ে নর্থওয়েস্ট কেবল নেটওয়ার্কের কর্মচারী মিলন হোসেনকে কন্ট্রোলরুম থেকে জোর করে বের করে দিয়ে তালা লাগিয়ে দেন আমাইতাড়া গ্রামের কফিল উদ্দিনের ছেলে আবুল বাশার। সঙ্গে সঙ্গে ঘটনাটি মালিক এম এ হাসেমকে জানান মিলন। বিশৃঙ্খলা এড়াতে পাওয়ার মিটার ও বিল আদায়ের ব্যাগ জমা দিয়ে অফিস থেকে চলেও যান তিনি।
এ বিষয়ে অভিযুক্ত আবুল বাশার বলেন, এম এ হাসেম তার ব্যবসা প্রতিষ্ঠান আমার কাছে বিক্রি করবে মর্মে আমার কাছ থেকে টাকা নিয়েছেন। অনেক দেন-দরবার করেও তার কাছ থেকে টাকা নিতে না পেরেই শেষ পর্যন্ত অফিসে তালা দিয়েছি।
টাকার প্রসঙ্গে এম এ হাসেম অবশ্য বলেন, বাশার আমার থেকে টাকা পাবেন আমি তা অস্বীকার করিনি। তবে টাকা পাবেন সেজন্যই আমার ব্যবস্থা প্রতিষ্ঠানে তালা লাগাতে সে পারে না এটা বড়ই অন্যায় হয়েছে ।
ধামইরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুল মোমিন জানান, বিষয়টি নিয়ে আপোস-মিমাংসার প্রক্রিয়া চলছে বলে স্থানীয় জনপ্রতিনিধির মাধ্যমে জানতে পেরেছি। বাদী ও বিবাদী সমাধান বা আইনী সহায়তা যা চাইবেন তা দেয়া হবে।