জীবিকার একমাত্র উপায় অটো চুরিতে দিশেহারা গাংনীর যুবক রনি

আমার মা মারা গেছে প্রায় দুই বছরে হলো। মা মারা যাওয়ার পর থেকে বাবা আর খোঁজ রাখেন না। আমার ছোট ভাই কলেজে পড়ে। অটোর বাকি পরিশোধের জন্য ৩০ হাজার টাকার ঋণ করেছি। অটো চালিয়ে ছোট ভায়ের লেখাপড়ার খরচ দিয়ে, ঋণের কিস্তি পরিশোধ করে কোন রকমে সংসারটা চালিয়ে আসছিলাম। এটাই আমার পরিবারের একমাত্র সম্বল।

|| সারাবেলা প্রতিনিধি, মেহেরপুর ||

মেহেরপুরের গাংনীতে রাতের আধারে তালাভেঙ্গে ব্যাটারিচালিত অটো চুরিতে দিশেহারা যুবক রনি। সোমবার মধ্যরাতে গাংনী উপজেলার বাদিয়াপাড়ার অটোচালক রনি ইসলাম আয়নাল হকের ছেলে। বিভিন্ন এলাকার সিসি ক্যামেরা চেক করতে একাই ছুটে চলেছেন এক এলাকা থেকে অন্য এলাকায়। রনির মাথায় যেন আকাশ ভেঙ্গে পড়েছে।

রনি ইসলাম জানান, প্রতিদিনের মতো অটো চার্জে দিয়ে ঘুমিয়ে পড়ি। সকাল বেলায় ঘুম থেকে উঠে দেখি অটো নেই। রনি আরো বলেন, আমার মা মারা গেছে প্রায় দুই বছরে হলো। মা মারা যাওয়ার পর থেকে বাবা আর খোঁজ রাখেন না। আমার ছোট ভাই কলেজে পড়ে। অটোর বাকি পরিশোধের জন্য ৩০ হাজার টাকার ঋণ করেছি। অটো চালিয়ে ছোট ভায়ের লেখাপড়ার খরচ দিয়ে, ঋণের কিস্তি পরিশোধ করে কোন রকমে সংসারটা চালিয়ে আসছিলাম। এটাই আমার পরিবারের একমাত্র সম্বল। অটোটি হারিয়ে আমি অসহায় হয়ে পড়েছি।

গাংনী থানার ওসি বজলুর রহমান জানান,  এখন পর্যন্ত লিখিত কোন অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদ সারাদিন