|| সারাবেলা প্রতিনিধি, গাজীপুর ||
গাজীপুর জেলার সদর উপজেলায় রাতের আধাঁরে পুকুরে বিষ দিয়ে এক মৎস্য খামারির বিপুল পরিমাণ মাছ মেরে ফেলেছে দুর্বৃত্তরা। এতে ৮ লাখ টাকার মাছ মারা গেছে বলে দাবী খামারির। অভিযোগ পেয়ে বিষয়টি তদন্ত করে দেখছে পুলিশ।
গত সোমবার ৫ই এপ্রিল গাজীপুর জেলার সদর উপজেলার আতুরী গ্রামে মো. মুনসুর আলী সরকারের মৎস্য খামারে বিষ দেয়া হয়।
স্থানীয় ও ক্ষতিগ্রস্ত সূত্রে জানা যায়, কয়েক বছর আগে ‘দেশ গড়ি মৎস্য খামার’ প্রতিষ্ঠা করেন আতুরী গ্রামের মো. মুনসুর আলী সরকার। নিজের ৩টি ও এলাকার ৪টি পুকুর লিজ নিয়ে দীর্ঘদিন ধরে মাছ চাষ করে আসছিলেন তিনি। পুকুরটি গ্রাম অঞ্চলে হওয়ায় দেশি প্রজাতির মাছের সংখ্যাই বেশি। রুই, মৃগেল, কাতল, চিতল, তেলাপিয়া, আইড়, শোল, টেংড়া, শিং, মাগুরসহ ২০ থেকে ২৫ প্রজাতির মাছ চাষ করা হয়েছিল তার খামারে।
গত সোমবার রাতে কিংবা মঙ্গলবার ভোরে দুর্বৃত্তরা ২টি পুকুরে বিষ দেয়। এতে মঙ্গলবার সকাল থেকে মরা মাছ পানিতে ভাসতে দেখা যায়। মরা মাছের মধ্যে রুই, কাতল, চিতল, টেংড়া ও শিং মাছের সংখ্যাই বেশি। এ ছাড়া পুকুরে নেমে বিষক্রিয়ায় প্রতিবেশীদের হাঁসের বাচ্চাওমারা গেছে।
ক্ষতিগ্রস্ত মো. মুনসুর আলী সরকার ও তার ভাই বাবুল সরকার জানান, এলাকার এমরান সরকার, রুহুল আমিন ভুঁইয়া ও লাহিদ হোসেন ভুঁইয়া তাদের পুকুরে বিষ দিয়েছে। এতে তাদের ৮ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে। পুকুর পাড়ে দুর্বুত্তদের রেখে যাওয়া রাসায়নিক বিষের একটি ব্যাগ পাওয়া গেছে। ঘটনার পর তাদের বিরুদ্ধে জয়দেবপুর থানায় অভিযোগ করা হয়েছে।
তারা আরও জানান, ঘটনার ৭ থেকে ৮ দিন আগে অভিযুক্তরা সুযোগ মত মৎস্য খামারের ক্ষতি করার হুমকিও দিয়েছিল। এর আগেও বেশ কয়েকবার আমাদের মৎস্য খামার দেখে ঈর্ষান্বিত হয়ে তারা ক্ষতির চেষ্টা করেছে। নানা ধরনের হুমকি দিয়েছে। পরে ২০২০ সালের ১১ই আগস্ট তাদের বিরুদ্ধে জয়দেবপুর থানায় সাধারণ ডায়েরি (জিডি নম্বর ৪০৪) করা হয়। জিডির পর তারা আরও বেশি ক্ষিপ্ত হওয়ায় স্থানীয় মাতব্বররা বিষয়টি নিয়ে শালিস-দরবার করেন। কিন্তু অভিযুক্তরা গণ্যমান্য ব্যক্তিদের কথায় কর্ণপাত না করে পুকুরে বিষ দিয়ে এভাবে ক্ষতি করেছে।
আমতলী ফাঁড়ির আইসি পরিদর্শক দুলাল সরকার জানান, মাছ নিধনের ঘটনায় ভুক্তভোগীরা জয়দেবপুর থানায় লিখিত অভিযোগ করেছেন। এরপর তাৎক্ষণিক আমতলী ফাঁড়ির পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। প্রাথমিক তদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।