গণপরিবহন চালুর দেশের বিভিন্নস্থানে সড়ক অবরোধ বিক্ষোভ

সরকার ঘোষিত ‘কঠোর লকডাউন’ এর মধ্যে শপিংমল, দোকানপাট, বেসরকারি অফিস ও কলকারখানা খোলা থাকলেও বন্ধ রাখা হয়েছে গণপরিবহন। ফলে জীবনদুর্ভোগে পড়েছেন এই খাতের সঙ্গে জড়িত প্রায় ৭০ লাখ শ্রমিক।

|| বার্তা সারাবেলা ||

করোনাভাইরাস সংক্রমণ নিয়ন্ত্রণে সারাদেশে অন্যসবকিছু চালু রেখে শুধু গণপরিবহন বন্ধ রাখার প্রতিবাদ জানালো পরিবহন মালিক-শ্রমিকরা। তারা বলছেন, সরকার ঘোষিত ‘কঠোর লকডাউন’ এর মধ্যে শপিংমল, দোকানপাট, বেসরকারি অফিস ও কলকারখানা খোলা থাকলেও বন্ধ রাখা হয়েছে গণপরিবহন। ফলে জীবনদুর্ভোগে পড়েছেন এই খাতের সঙ্গে জড়িত প্রায় ৭০ লাখ শ্রমিক। আমাদের প্রতিনিধিরা জানাচ্ছে গণপরিবহন খুলে দেয়ার দাবিতে মালিক-শ্রমিকদের প্রতিবাদ বিক্ষোভের খবর।

জামালপুর

‘স্বাস্থ্যবিধি মেনে পরিবহন চলবে’- এই শ্লোগান সহ তিনদফা দাবিতে জামালপুর কেন্দ্রীয় বাস টার্মিনালের সামনে সড়ক অবরোধ করে বিক্ষোভ সমাবেশ করেছে জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ। রোববার ২রা মে দুপুরে কেন্দ্রীয় বাস টার্মিনানের সামনে সড়ক অবরোধ করে এ বিক্ষোভ কর্মসূচি পালন করে তারা। 

সমাবেশে বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ বলেন, গণপরিবহন বন্ধ থাকায় দেশের লাখ লাখ শ্রমিক কর্মহীন হয়ে পড়েছে। তাদের পরিবার-পরিজন নিয়ে চরম মানবেতর জীবন যাপন করছে। অবিলম্বে গণপরিবহন চালু করা না হলে শ্রমিকরা বৃহত্তর আন্দোলনে যাওয়ার ঘোষণা দেন তারা। 

সমাবেশে বক্তব্য রাখেন জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি মাহাবুব আনাম বাবলা, সাধারণ সম্পাদক মশিউর রহমান বাবু, কার্যকরি সভাপতি মোকাদ্দেছ আলী মোহন ও জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের যুগ্মসাধারণ সম্পাদক ছানোয়ার হোসেন ছানু প্রমুখ।

চাঁপাইনবাবগঞ্জ

চাঁপাইনবাবগঞ্জে চলমান লকডাউনে মধ্যেই স্বাস্থ্যবিধি মেনে গণপরিবহন চালুর দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রোববার দুপুরে জেলা ট্রাক, টাংকলরি, কাভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়নের যৌথ আয়োজনে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। জেলা শহরের স্বরূপনগরের শ্রমিক ভবন এলাকা থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।

জেলা ট্রাক, ট্যাংকলরি ও কাভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. আইয়ুব আলির সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন, শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আব্দুল খালেক, সাবেক সভাপতি সাইদুর রহমান, বর্তমান সহ-সভাপতি হুমায়ুন কবির, যুগ্ম-সম্পাদক আব্দুল কাদের রাজন, সাবেক সিনিয়র সহ-সভাপতি গোলাম সারওয়ারসহ শ্রমিক নেতা ও সাধারণ পরিবহন শ্রমিকরা।

এসময় বক্তারা, পরিবহন শ্রমিকদের বর্তমান করুণ পরিস্থিতিতে মানবিক কারনে স্বাস্থ্যবিধি মেনে গণপরিবহন চালুর দাবি জানান। শ্রমিকদের জন্য বাস টার্মিনালে ১০ টাকা কেজি দরে চালের দাবি জানিয়ে তারা বলেন, গাড়ির চাকা না চললে আমরা খাবো কি? আর কতোদিন এভাবে কর্মহীন থাকতে হবে? আমাদের জন্য এখন পর্যন্ত কোন সাহায্য সহযোগিতা দেয়া হয়নি।

এসময় শ্রমিকদের মানবেতর জীবনযাপনের বিষয়টি বিবেচনা করে ব্যাবস্থা গ্রহণ করার আহ্বান জানানো হয় সমাবেশে। উল্লেখ্য, আগামী মঙ্গলবার জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করা হবে বলে জানান সংগঠনটির সভাপতি মো. আইয়ুব আলি।

লক্ষ্মীপুর

অবিলম্বে সারাদেশে গণ পরিবহন চালু, লকডাউনে ক্ষতিগ্রস্থ পরিবহন শ্রমিকদের আর্থিক অনুদান, সহায়তা প্রদান, সারাদেশে টার্মিনাল গুলোতে ১০ টাকা মূল্যে ওএমএস এর চাউল বিক্রি করার দাবীতে লক্ষ্মীপুরে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করা হয়েছে। ২রা মে রোববার সকালে শহরের উত্তর তেমুহনী থেকে বিক্ষোভ শুরু হয়ে গুরুত্বপূর্ন সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসক কার্যালয়ের পাশে গিয়ে মানববন্ধন কর্মসূচিতে মিলিত হয়।

এসময় বক্তব্য রাখেন জেলা শাখা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক হাজী শাহজাহান, সহসভাপতি আল মাসুদ, সাংগঠনিক সম্পাদক আবদুল কাদের, রায়পুর শাখা সভাপতি খুরশিদ আলম প্রমুখ।

বক্তারা বলেন, সরকার দোকান পাট, কলকারখানা, অফিসসহ বিভিন্ন প্রতিষ্ঠান গুলোতে খোলা রাখলেও কোন কারণ ছাড়াই চলমান লকডাউনে গণ পরিবহন বন্ধ রেখেছে। এতে করে পরিবহন শ্রমিক, চালক, বাস মালিকেরা মানবেতর জীবন যাপন করছে।

তারা অভিযোগ করেন, করোনা সংক্রমণ বৃদ্ধির কথা বলে গণপরিবহন বন্ধ রাখা হয়েছে। অথচ সিএনজিতে ৫-৬ জন এবং প্রাইভেট কারে ১০-১৫ করে বসে যাত্রী পরিবহন করছে তখন করোনা কোথায় থাকে তাদের প্রশ্ন।

তাদের দাবী একটি আসন খালি রেখে ও সরকারী নির্দেশ মেনে তারা গণপরিবহন চালাতে তারা প্রস্তুত এ ব্যাপারে সরকারকে ব্যবস্থা গ্রহনের অনুরোধ জানান তারা।

জয়পুরহাট

দ্রুত গণপরিবহন চালু করবার দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন জয়পুরহাটের শ্রমিকরা। রোববার বেলা সাড়ে ১১টায় জয়পুরহাট জেলা মটর শ্রমিক ইউনিয়ন আয়োজনে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পাঁচুর মোড় জিরো পয়েন্টে সমাবেশ অনুষ্ঠানে শেষ হয়।

জয়পুরহাট জেলা মটর শ্রমিক ইউনিয়নের সভাপতি জাহাঙ্গীর আলম চৌধুরীর সভাপতিত্বে বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রফিক। এ সময় উপস্থিত ছিলেন, জেলা মটর শ্রমিকের নেতা ইকবাল হোসেন, রাশেদ আহমেদ মিলন আজাহার আলীসহ অন্যান্য সদস্যরা।

এসময় বক্তারা বাংলাদেশ সড়ক পরিবহণ শ্রমিক ফেডারেশনের দেয়া তিন দফা দাবী জানিয়ে বলেন, অবিলম্বে স্বাস্থ্যবিধি মেনে মোট আসনের অর্ধেক যাত্রী নিয়ে গণপরিবণ ও পণ্য পরিবহণ চলাচলের ব্যবস্থা করতে হবে।

সড়ক পরিবহণ শ্রমিকদের আর্থিক অনুদান ও খাদ্য সহায়তা দিতে হবে। সারাদেশে বাস ও ট্রাক টার্মিনালগুলোতে পরিবহণ শ্রমিকদের জন্য ১০ টাকায় ওএমএস এর চাল বিক্রির ব্যবস্থা করতে হবে।

শ্রমিকরা বলেন, লকডাউন শিথিল করে গার্মেন্টস কারখানা, শপিং মল, কাঁচা বাজার, অফিস আদালত ইত্যাদি চলছে। অথচ পরিবহন শ্রমিকরা বেকার হয়ে মানবেতর জীবন যাপন করছে। এছাড়াও আগামী ৪ঠা মে মঙ্গলবারে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন কর্মসূচি ঘোষণা করা হয়।

সংবাদ সারাদিন