কাপাসিয়ায় ৬ জনকে কামড়ে দিয়েছে ক্ষ্যাপা শেয়াল

গাজীপুর জেলার কাপাসিয়া উপজেলায় বৃদ্ধসহ দুই গ্রামের ৬ জনকে কামড়ে দিয়েছে ক্ষ্যাপা শেয়াল। শুধু মানুষই নয়, পাগল শেয়াল কামড়েছে গরুসহ বেশ কয়েকটি গৃহপালিত পশুকেও।

|| সারাবেলা প্রতিনিধি, গাজীপুর ||

গাজীপুর জেলার কাপাসিয়া উপজেলায় বৃদ্ধসহ দুই গ্রামের ৬ জনকে কামড়ে দিয়েছে ক্ষ্যাপা শেয়াল। শুধু মানুষই নয়, পাগল শেয়াল কামড়েছে গরুসহ বেশ কয়েকটি গৃহপালিত পশুকেও।

গত বৃহস্পতিবার ১লা জুলাই রাতে উপজেলার সনমানিয়া ইউনিয়নের ঘোরশ্বাব এবং ঘাগটিয়া ইউনিয়নের কামারগাঁও গ্রামে শেয়ালের এমন উপদ্রব ঘটেছে।  

শেয়ালের কামড়ে আহতরা হচ্ছেন- ঘোরশ্বাব গ্রামের মো. তারা মিয়ার স্ত্রী মোসাম্মৎ জাকিয়া আক্তার (৪০), মো. শামীমের স্ত্রী মোসাম্মৎ তাসলিমা আক্তার (৩০), তোফাজ্জ্বল হোসেনের ছেলে মো. হাসেন (৪) ও একই গ্রামের মো. নুরুল ইসলাম (৫০) এবং কামারগাঁও গ্রামের শ্রী নরেশ রবিদাস (৫০) ও মৃত মহর আলীর স্ত্রী মোসাম্মৎ হাসনারা বেগম (৫৫)।

আহতদের পার্শ্ববর্তী মনোহরদী ও কাপাসিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। একইসাথে ঘোরশ্বাব গ্রামের কয়েকটি বাড়িতে তাদের গৃহপালিত ৭-৮টি গরুকে শেয়াল কামড়ে দিয়েছে।  

সনমানিয়া ইউনিয়নের ইউপি সদস্য শ্রী চুনি লাল দাস বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ঘটনায় সনমানিয়া ইউনিয়নের সবাই এখন শেয়ালের ভতে আতঙ্কিত।

শেয়ালের কামড়ে আহতদের চিকিৎসার বিষয়ে জানতে মনোহরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. মো. রাশেদুল হাসান মাহমুদের মোবাইলে বারবার ফোন করেও তার বক্তব্য নেওয়া যায়নি। তবে ভুক্তভোগীদের কাছে জানতে চাইলে তারা এই প্রতিবেদককে জানান, আমাদেরকে প্রাথমিক চিকিৎসা দিয়ে বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়েছে।

সংবাদ সারাদিন