এক জসিমের বিরুদ্ধে এন্তার অভিযোগ লক্ষীপুর সদর হাসপাতালের রোগীদের

জেলা সদর হাসপাতালে আগত রোগীদের হয়রানি ও প্রতারণা করে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে দালালখ্যাত জসিম উদ্দিনের বিরুদ্ধে। এ ঘটনায় তীব্র ক্ষোভ ও অসন্তোষ রোগীদের মধ্যে। তদন্তসাপেক্ষে ব্যবস্থা নিতে কর্তৃপক্ষের কাছে জোর দাবি তাদের।

|| সারাবেলা প্রতিনিধি, লক্ষীপুর ||

জেলা সদর হাসপাতালে আগত রোগীদের হয়রানি ও প্রতারণা করে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে দালালখ্যাত জসিম উদ্দিনের বিরুদ্ধে। এ ঘটনায় তীব্র ক্ষোভ ও অসন্তোষ রোগীদের মধ্যে। তদন্তসাপেক্ষে ব্যবস্থা নিতে কর্তৃপক্ষের কাছে জোর দাবি তাদের।

রোগী ও তাদের স্বজনদের অভিযোগ, সদর হাসপাতালে আসা রোগীদেরকে ভুলভাল বুঝিয়ে পরীক্ষা-নিরীক্ষার নামে জসিম উদ্দিন তাদেরকে বিভিন্ন প্রাইভেট হাসপাতাল ও ডায়াগনষ্টিক সেন্টারে নিয়ে যায়। ডাক্তারের বদলে হাসপাতালের নার্সদের নিয়ে ব্যবস্থাপত্র লিখিয়ে হাতিয়ে নেয় হাজার হাজার টাকা। অনেক নারী রোগী টাকা দিতে না পারলে তাদের গহনা কিংবা মোবাইল রেখে দেওয়ার অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে।

সম্প্রতি জনৈক নাজমুন নাহার তার গাইনি সমস্যা নিয়ে সদর হাসপাতালের চিকিৎসক জান্নাতুল ফেরদাউস রুনাকে দেখানোর জন্য আসলে দালাল জসিম তাকে ফুসলিয়ে একটি প্রাইভেট হাসপাতালে নিয়ে নার্সকে ডাক্তার সাজিয়ে পরীক্ষা নিরীক্ষার নামে ১৫ হাজার টাকা দাবী করে।

এতো টাকা দিকে অপারগতা জানানোয় জসিম তাকে টাকার বদলে গহনা রেখে যেতে চাপ দেয়। এক পর্যায়ে ওই মহিলা প্রতিবাদ করলে জসিম তাকে হুমকি ধামকি দেয়। পরে ওই রোগী ১৫ হাজার টাকা দিয়ে নিস্কৃতি পান।  

খোঁজ নিয়ে জানা যায়, জসিম উদ্দিন সদর উপজেলার এনায়েতপুর গ্রামের মৃত তসলিম উদ্দিনের ছেলে। সেই দীর্ঘ দিন থেকে লক্ষ্মীপুর সদর হাসপাতালের আসা রোগীদের বিভিন্ন প্রাইভেট হাসপাতাল ও ডায়াগনষ্টিক সেন্টারে নিয়ে পরীক্ষা নিরীক্ষার নামে হাজার হাজার টাকা লুটে নিচ্ছে।

সম্প্রতি সদর হাসপাতালের দালাল বিরোধী অভিযানে তাকে আটকও করা হয়। ছাড়া পাওয়ার পর সেই ফের একই কায়দায় মানুষের সাথে প্রতারণা করছে বলে অভিযোগ উঠেছে।

এ ব্যাপারে সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. আনোয়ার হোসেনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, জসিম উদ্দিন এই হাসপাতালের কেউ না। মূলত একজন দালাল। তাকে সম্প্রতি অভিযানে আটক করা হয়েছিল। শুনেছি ছাড়া পেয়ে সে আবারও রোগীদের সঙ্গে প্রতারণা শুরু করেছে। কেউ লিখিত অভিযোগ দিলে আমরা তার বিরুদ্ধে নিতে পারি।

অভিযোগের ব্যাপারে জসিম উদ্দিনের ফোনে কিম্বা স্বশরীরে যোগাযোগ করা সম্ভব হয়নি।

সংবাদ সারাদিন