|| সারাবেলা প্রতিনিধি, কুড়িগ্রাম ||
কুড়িগ্রামের রাজারহাট উপজেলার ঘড়িয়ালডাঙ্গা ইউনিয়নের উপর দিয়ে প্রবাহিত তিস্তা নদীর ভাঙ্গন যেন নিত্য দিনের ঘটনা। নদীর বুড়িরহাট অংশের ক্রসবাঁধটির পশ্চিমাংশে ২৩শে জুলাই বিকেল থেকে আবারো ভাঙ্গতে শুরু করছে।
প্রত্যক্ষদর্শী একজন জানান, শুক্রবার বিকেল ৪টার দিকে বাঁধটির কিছু অংশ হঠাৎ ভেঙ্গে যায়। ঘটনাটি জানাজানি হলে এলাকাবাসি ঘটনাস্থলে গিয়ে তাড়াতাড়ি করে আগে থেকে মজুদ করা জিওব্যাগ ফেলে ভাঙ্গন আটকানোর চেষ্টা করেন।
উল্লেখ্য যে, গত মাসে একই জায়গায় ভাঙ্গন দেখা দিলে তা সামাজিক যোগাযোগমাধ্যমসহ কয়েকটি জাতীয় পত্রিকায় খবর প্রকাশিত হলে তা দেখে উপজেলা নির্বাহী কর্মকর্তা নুরে তাসনিম বুড়িরহাট ক্রসবাঁধটি পরিদর্শন করেন। এসময় তিনি প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পাউবোর এসডি মাহমুদ হাসানকে নির্দেশ দেন। পরবর্তিতে কুড়িগ্রাম পাউবো তাৎক্ষনিক জিওব্যগ ফেলে ভাঙ্গন রোধে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়। এলাকাবাসির দাবি, ভাঙ্গন রোধে সঠিকভাবে কাজ করলে এতো দ্রুত ফের ভাঙ্গন দেখা দিত না। তারা স্থায়ীভাবে বাঁধটি নির্মান করার জন্য সরকারের কাছে জোর দাবি জানান ।